LIVE UPDATE: ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে দেউলিয়া ঘোষণার সীমা বৃদ্ধি, ১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি: নির্মলা
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
LIVE
Background
নয়াদিল্লি: মোদির ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজে আজ কোন ক্ষেত্রে নজর? বিকেল ৪টেয় ফের চতুর্থ দফার ঘোষণা করবেন সীতারমণ।
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই প্যাকেজের তৃতীয় কিস্তির ব্যাখ্যায় অর্থমন্ত্রী শুক্রবার বলেন, কৃষি, পশুপালন ও মৎস্যচাষে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন মোট ৮টি পদক্ষেপ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কৃষকের আয় বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ। ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে প্যাকেজ - ১০ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্যজীবীদের উন্নয়নে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ। যার লক্ষ্য - সামুদ্রিক মাছ রফতানি বৃদ্ধি করে ৫৫ লক্ষ মত্স্যজীবীর উন্নয়ন। ৫৩ কোটি গবাদিপশুর টিকাকরণে ১৩ হাজার ৩৪৩ কোটির প্যাকেজ। ডেয়ারি শিল্পের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা। ভেষজ ও ঔষধি উদ্ভিদ উৎপাদনে ৪ হাজার কোটি। গ্রামীণ এলাকায় ২ লক্ষ মৌমাছি পালকের উন্নয়নে ৫০০ কোটি টাকা। এবং কৃষিপণ্য পরিবহণের উন্নয়নে আরও ৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।