Nitin Gadkari : 'চতুর্থ বার সরকার ফিরবে কি না গ্যারান্টি নেই, কিন্তু...', কেন এই মন্তব্য BJP-র নীতিন গডকড়ীর গলায় ?
Union Minister Nitin Gadkari : মহারাষ্ট্রের নাগপুরে একটি ইভেন্টে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী
নাগপুর : বর্ষীয়ান রাজনীতিক। সুবক্তা। প্রয়োজনে মজাচ্ছলে নিজের মতামত ঠিক প্রকাশ করে দেন। একই কাজ এবারও করলেন। মজাচ্ছলে খোঁচা দিলেন শরিদ দলের নেতা রামদাস আথাওয়ালেকে। একাধিক সরকারে মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রাখতে সক্ষম RPI নেতা। সেকথা বলতে গিয়েই রবিবার মহারাষ্ট্রের নাগপুরে একটি ইভেন্টে নীতিন গডকড়ী বলেন, "চতুর্থবার আমাদের সরকার প্রত্যাবর্তন করবে কি না তার নিশ্চয়তা না থাকতে পারে। কিন্তু, যে বিষয়টি গ্যারান্টি দেওয়া যাবে তা হল রামদাস আথাওয়ালে অবশ্যই মন্ত্রী হবেন।" সেই সময় মঞ্চেই হাজির ছিলেন আথাওয়ালে। এই পরিস্থিতিতে গডকড়ী তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, "মজা করছিলাম।"
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা আথাওয়ালে। তিনি তিনবারের মন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে তাদের সঙ্গে থাকার বিষয়ে ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। মহারাষ্ট্রের মহায়ূতি সরকারের শরিক দল আথাওয়ালের RPI (A)। সেরাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দলের ১০ থেকে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতার করার সুযোগ পাওয়া উচিত বলে তিনি দাবি করেছেন।
নাগপুরে সাংবাদিক বৈঠকে আথাওয়ালে বলেন, 'দলের প্রতীকেই ভোটে লড়বে RPI (A)। উত্তর নাগপুর, উমরেদ (নাগপুর), উমরখেড় ও ওয়াসিম-সহ বিদর্ভে ৩-৪টি আসন চাইবে দল।' মহায়ূতি জোটের শরিক আথাওয়ালের দল। এই জোটে রয়েছে- বিজেপি, একনাথ শিণ্ডে নেতৃত্বাধীন শিবসেনা ও অজিত পাওয়ারের NCP।
এদিকে প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে একসময় নীতিন গডকড়ীকে নিয়ে চর্চা ছিল। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী হয়েই রয়েছেন তিনি। চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন কি না, ঘুরেফিরে দিনকয়েক আগেও উঠে আসে এই প্রশ্ন। নিজেই সেই নিয়ে মুখ খোলেন নিতিন গডকড়ী। জানান, প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তাঁকে সমর্থনের প্রস্তাবও দেন এক নেতা। কিন্তু নিজেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা তাঁর ছিল না বলে জানান নীতিন। (Nitin Gadkari)
সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন গডকড়ী। তিনি বলেন, "একটি ঘটনা মনে পড়ছে। কারও নাম করব না। তবে সেই ব্যক্তি বলেছিলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমরা আপনাকে সমর্থন করব। আমাকে কেন সমর্থন করবেন উনি, আমিই বা কেন ওঁর সমর্থন নিতে যাব, জানতে চেয়েছিলাম আমি। প্রধানমন্ত্রী হওয়া আমার জীবনের লক্ষ্য ছিল না। আমি নিজের আদর্শ এবং সংগঠনের প্রতি অনুগত। কোনও পদের জন্যই তার সঙ্গে আপস করব না। আমার কাছে নিজের আদর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" (Nitin Gadkari PM Post)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।