India Pakistan Situation: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, পাকিস্তানকে 'টেররিস্তান' আখ্যা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
India Pakistan Conflict: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়। তার জবাবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ব্রাসেলসের মাটিতে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানেকে "টেররিস্তান" হিসেবে আখ্যা দেন। পাশাপাশি আন্তর্জাতিক দিক থেকে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রতি শূন্য-সহনশীলতার নীতি গ্রহণের জন্য আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডন্ট কাজ়া কাল্লাসের সঙ্গে বৈঠক ছিল এস জয়শঙ্করের। এরপর তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে দুই দেশের মধ্যে সঙ্ঘাত হিসেবে দেখা উচিত নয়। বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়। তার জবাবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। বিদেশমন্ত্রী উল্লেখ করেন সন্ত্রাসবাদ দমনে বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজন। পারমাণবিক হুমকির বিরুদ্ধেও সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানান তিনি। বিদেশমন্ত্রী বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি থাকা উচিত। এই প্রেক্ষাপটে, আমরা কখনই পরমাণু হুমকির কাছে নতি স্বীকার করি না। এটা সারা বিশ্বের সঙ্গে সম্পর্কযুক্ত এবং চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়া থাকা প্রয়োজন।''
এস জয়শঙ্কর সতর্কতার সুরে বলেছেন, ফের উস্কানি দেওয়া হলে কঠোর প্রতিশোধ নেবে। তিনি বলেন, "এই ধরনের মনোভাবকে আমরা রেয়াত করব না। এপ্রিলে যে ধরনের বর্বর কাজ তারা করেছিল তা চালিয়ে গেলে প্রতিশোধ নেওয়া হবে। জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া হবে।" তিনি স্পষ্ট করে দিয়েছেন এই প্রতিশোধ তখন কোনও ভৌগোলিক সীমারেখা মেনে চলবে না। তিনি উল্লেখ করেন, "ওরা কোথায় আছে তা আমরা পরোয়া করি না। যদি পাকিস্তানের ভেতরে বসে থাকে, তাহলে প্রয়োজনে দেশের মধ্যে ঢুকে প্রতিশোধ নেওয়া হবে।"





















