এক্সপ্লোর
‘কেন নেই গ্যাস-মুখোশ, অক্সিজেন সিলিন্ডার?’ বিশ্বের কোথাও এভাবে ‘গ্যাস চেম্বারে মরতে পাঠানো হয় না’! নর্দমা, ম্যানহোলে সাফাইকর্মী মৃত্যুতে ক্ষোভ সুপ্রিম কোর্টের
সাফাইকর্মীদের কোনওরকম আত্মরক্ষামূলক বর্ম ছাড়াই ময়লা সাফাই করতে নালা-নর্দমা ও ম্যানহোলে নেমে মারা পড়াকে ‘অমানবিক’ বলেন বিচারপতিরা।

নয়াদিল্লি: ভারতে মাথায় করে মলমূত্র বহন ও নালা-নর্দমা পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মী মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলল, বিশ্বের আর কোথাও মানুষজনকে ‘গ্যাস চেম্বারে মরতে পাঠানো হয় না’! বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধি হিসাবে হাজির অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের কাছে জানতে চায়, কেন হাতে করে মলমূত্র পরিষ্কার ও নালা-নর্দমা, ম্যানহোলে ময়লা তোলার কাজে নামা সাফাইকর্মীদের গ্যাস-মুখোশ, অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় না? বিশ্বের কোথাও লোকজনকে মরতে গ্যাস চেম্বারে পাঠানো হয় না। প্রতি মাসে এজন্য চার-পাঁচজনের মৃত্যু হয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতিদ্বয় এম আর শাহ ও বি আর গাভাই। বেঞ্চ বলেছে, সংবিধানে দেশের প্রতিটি মানুষকে সমান মর্যাদা দেওয়া হলেও সাফাইকর্মীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমান সুযোগসুবিধার ব্যবস্থা করছে না। সাফাইকর্মীদের কোনওরকম আত্মরক্ষামূলক বর্ম ছাড়াই ময়লা সাফাই করতে নালা-নর্দমা ও ম্যানহোলে নেমে মারা পড়াকে ‘অমানবিক’ বলেন বিচারপতিরা। শীর্ষ আদালতের গত বছরের এক রায়ের রিভিউ চেয়ে কেন্দ্রের আবেদনের শুনানিতে এই কঠোর মত জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ে তফসিলি জাতি ও উপজাতি আইনে গ্রেফতারির ধারা কার্যত তুলে দেওয়া হয়েছে। বেনুগোপাল বেঞ্চকে বলেন, দেশে ন্যয়-অন্যায় সংক্রান্ত কোনও আইন তৈরি হয়নি, যাতে জনজীবনে অন্যায় ও তার দায় সংক্রান্ত বিষয়গুলি দেখা হবে, ম্যাজিস্ট্রেটদেরও এমন ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করার ক্ষমতা নেই। যে রাস্তা ঝাড় দিচ্ছে বা ম্যানহোল পরিষ্কার করছে, তার বিরুদ্ধে মামলা করা যায় না। বরং যে তদারকি অফিসার বা কর্তৃপক্ষের নির্দেশে সে কাজ করছে, তাকেই দায়ী করা উচিত। বেঞ্চ দেশে অস্পৃশ্যতা নিয়ে অভিমত জানাতে গিয়ে বলেছে, এমন লোকজনের সঙ্গে এটা চরম অমানবিক আচরণ। সংবিধানে দেশে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে। তা সত্ত্বেও কি আপনারা ওদের সঙ্গে হাত মেলান, আমি জানতে চাইছি। উত্তর না। এভাবেই আমরা চলছি। পরিস্থিতি বদলানো উচিত। স্বাধীনতার ৭০ বছরের বেশি কেটে যাওয়ার পরও দেশে বহাল রয়েছে জাতপাতের বৈষম্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















