PM Modi On Congress: এখন কংগ্রেসের ভরসা পাকিস্তানের রিমোট কন্ট্রোলে তৈরি হয় ও বদলায় : প্রধানমন্ত্রী
Modi Attacks Congress On Operation Sindoor Controversy: অপারেশন সিঁদুর ইস্যুতে পাকিস্তানকে সামনে রেখে কংগ্রেসকে জোর নিশানা, কী বললেন আজ প্রধানমন্ত্রী, কী পরামর্শ দিলেন শেষটায় ?

নয়াদিল্লি : পহেলগাঁও হামলার পর, অপারেশন সিঁদুর ইস্যুতে ইতিমধ্যেই বিরোধীদের নিশানায় বিজেপি। আজ মঙ্গলবার লোকসভায় পাকিস্তানের প্রসঙ্গ তুলে এবার পাল্টা তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি । পাকিস্তানের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মোদি। প্রধানমন্ত্রীর কথায়, ইতিহাস সাক্ষী, কংগ্রেস বরাবর দেশের সশস্ত্র বাহিনী নিয়ে নেগেটিভিটি দর্শিয়ে এসেছে , মূলত কার্গিল দিবস নিয়েও কংগ্রেসের ভাবমূর্তি কী, তা নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'দেশে একটা দীর্ঘ সময় ধরে রাজ করেছে কংগ্রেস। ওদের শাসন ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ ধারণা রয়েছে। ওই জিনিসগুলির অভিজ্ঞতা রয়েছে তাঁদের। শাসন ব্যবস্থা আদতে ঠিক কী ? ওদের (কংগ্রেস) কাছে পুরোপুরি একটা অনুভব রয়েছে। বিদেশ মন্ত্রী জবাক দিক, বারবার বলেছে ওরা, উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-কারোর উপর কোনও ভরসা নেই ! যারা এত দীর্ঘ সময় ধরে রাজ করেছে, তাঁদের যদি দেশের শাসন ব্যবস্থার উপর ভরসা না থাকে, তখন আওয়াজ ওঠে, যে কী অবস্থা হয়েছে ওদের ?! এখন কংগ্রেসের ভরসা পাকিস্তানের রিমোট কন্ট্রোলে তৈরি হয় ও বদলায়।' এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী বলেন খেয়াল করে দেখতে, যেখানে পাকিস্তান এবং ওদের বক্তব্য একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।'
তিনি আরও বলেন, দেশের সেনারা সার্জিক্যাল স্ট্রাইকেও সাফল্য এনেছে। কংগ্রেস তখন সেনার থেকে প্রমাণ চেয়েছিল। কিন্তু দেশের মেজাজ দেখে ওদের সুর বদলে যেতে দেখা গিয়েছে। আর বদলে গিয়ে কী বলছিল ওরা ? কংগ্রেসের লোকেরা বলেছিল, এই সার্জিক্যাল স্ট্রাইক কী এমন বড় কথা ? ! এটাতো আমরাও করেছিলাম। একজন বলেছিল ৩ টে সার্জিক্যাল স্ট্রাইক করেছি। দ্বিতীয় জন বলেছেন, ৬টি সার্জিক্যাল স্ট্রাইক করেছি। তৃতীয় জন বলেন, ১৫ টা সার্জিক্যাল করেছেন। যত বড় নেতা, তত গুণতির বহর বাড়ছিল।' এদিন তিনি অভিনন্দনকে ফেরৎ আনার বিষয়টিও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশ অবাক, পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছে কংগ্রেস। ওদের এত বড় সাহস ! ওদের এই অভ্যাষ মোটে যায় না ! বলে ফের মোদি প্রমাণ চাওয়ার ইস্যু তুলে ধরেন। কী বলছেন আপনারা ? আরে প্রমাণের তো কোনও কমতি নেই, সব তো চোখের সামনেই রয়েছে। তখনই এই অবস্থা, তাহলে প্রমাণ না থাকলে ওদের কী অবস্থা হত, একবার ভাবুন।' এরপরেই মোদির পরামর্শ, 'কংগ্রেস নিজের ভুল শোধরাক।কোনও পরিবারের চাপে পাকিস্তানকে ক্লিনচিট না দিক।'






















