SIR Row : বিরোধীদের 'ভোট চুরি' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার রাজধানীতে, রাহুল-সহ আটক অনেকে; ২ TMC সাংসদ অসুস্থ; ব্যারিকেড টপকানোর চেষ্টা
INDIA Bloc March to ECI : আটক হওয়া সাংসদদের তালিকায় রাহুল ছাড়াও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষ-সহ আরও অনেকে রয়েছেন।

নয়াদিল্লি : 'ভোট চুরি' প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড রাজধানীতে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানার উদ্দেশে রওনা দেয় দিল্লি পুলিশ। আটক হওয়া সাংসদদের তালিকায় রাহুল ছাড়াও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষ-সহ আরও অনেকে রয়েছেন। SIR-এর বিরোধিতায় এদিন সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনগামী ওই মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। নিউ দিল্লির ডিসিপি দেবেশ কুমার মহলা জানান, 'নির্বাচন কমিশন থেকে ৩০ জন সাংসদের অনুমতি আছে। যেহেতু তাঁরা সংখ্যায় অনেক আছেন, তাই তাঁদের আমরা আটক করেছি। আমরা তাঁদের জানিয়েছি যে ৩০ জন সাংসদকে অনুমতি (নির্বাচন কমিশনে) দেওয়া হবে।'
এদিকে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধীদের। অসুস্থ আরামবাগের সাংসদকে সাহায্য় করেন রাহুল-সহ অন্যরা। এর পাশাপাশি বাসের মধ্যে মধ্যে জ্ঞান হারান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
#WATCH | Delhi Police detained INDIA bloc MPs, including Rahul Gandhi, Priyanka Gandhi Vadra, Sanjay Raut, and Sagarika Ghose, among others, who were protesting against the SIR and staged a march from Parliament to the Election Commission of India.
— ANI (@ANI) August 11, 2025
(Source: AICC) pic.twitter.com/qUTbCSa8Vn
এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের মকর দ্বার থেকে প্রতিবাদ মিছিল বের হয়। 'ভোট চুরির' অভিযোগ তুলে বিরোধী সাংসদরা নির্বাচন কমিশনের কাছে নিজেদের উদ্বেগের কথা জানাতে রওনা দেন। নির্বাচন সদনে কমিশনের অফিসে যাওয়ার পথে 'ভোট চোর' স্লোগান তুলে এগোতে থাকেন সাংসদরা। মিছিলের জন্য সাংসদরা অনুমতি নেননি, এই কথা বলে তাঁদের মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধী জনপ্রতিনিধিদের। সেই সময় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ব্যারিকেড টপকাতে দেখা যায়। ব্যারিকেডে উঠে তিনি চিৎকার করতে থাকেন, "ওরা আমাদের থামাতে পুলিশকে ব্যবহার করছে।" এরপর একাধিক বিরোধী সাংসদকে আটক করা হয়। তাঁদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় পাল্টা কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। বিজেপির তরফে কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেসের বিরুদ্ধে জনতাকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন।
#WATCH | On Opposition's march to Election Commission on Bihar SIR, BJP leader and Union Minister Dharmendra Pradhan says, "The country can see if there is anyone who is working against the Constitution, it is led by Rahul Gandhi. SIR is not happening for the first time in the… pic.twitter.com/GI8a6V1gCP
— ANI (@ANI) August 11, 2025























