Osama Bin Laden Letter: ৯/১১ হামলার সাফাই দিতে গিয়ে প্যালেস্তাইনের উল্লেখ, আমেরিকার দিকে আঙুল, ভাইরাল লাদেনের চিঠি
Israel Palestine War: ৯/১১ হামলার ঠিক পর পর আমেরিকার নাগরিকদের উদ্দেশে ওই চিঠি লেখেন লাদেন, যাতে প্য়ালেস্তাইনের উল্লেখও ছিল।
নয়াদিল্লি: ইজরায়েল বনাম প্যালেস্তাইনের হামাস সংগঠনের যুদ্ধে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশ ইজরায়েলকে যুদ্ধাপরাধ ঘটাতে মদত দিচ্ছে বলে অভিযোগ উঠছে (Israel Palestine War)। সেই আবহেই ওসামা বিন লাদেনের লেখা একটি চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ৯/১১ হামলার ঠিক পর পর আমেরিকার নাগরিকদের উদ্দেশে ওই চিঠি লেখেন লাদেন, যাতে প্য়ালেস্তাইনের উল্লেখও ছিল। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে হাতে হাতে ছড়িয়ে পড়েছে। (Osama Bin Laden Letter)
ওই চিঠিতে ৯/১১ হামলার নেপথ্য কারণ কার্যত ব্যাখ্যা করেন লাদেন। তিনি লিখেছিলেন, ৯/১১ হামলার পর থেকে যে প্রশ্ন ঘুরেফিরে উঠে আসছে, তার জবাব দেওয়ার চেষ্টা করছেন তিনি। যে প্রশ্নের উল্লেখ করেন লাদেন, তা হল, 'কেন আমেরিকার বিরুদ্ধে লড়ছি আমরা, কেন আমেরিকার বিরোধিতা করছি', 'আমেরিকার কাছ থেকে কী চাই আমরা?' উত্তর দিতে গিয়ে লাদেন লেখেন, 'প্রথমটির ক্ষেত্রে গাজার মানবিক সঙ্কট এ ব্যাপারে প্রাসঙ্গিক। সেখানে প্যালেস্তাইনের ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র গড়ে তোলা এবং টিকিয়ে রাখায় আমেরিকার ভূমিকা নিন্দনীয়'।
ইজরায়েল এবং প্যালেস্তাইন নিয়ে চিঠিতে লাদেন আরও লেখেন, 'ইজরায়েলের উৎপত্তি এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া অন্যতম বড় অপরাধ এবং এখানে অপরাধের হোতা আপনারা। এই অপরাধ চালিয়ে যেতে যাঁর বা যাঁদের হাত দূষিত হয়েছে, তাঁরা প্রত্যেকে এই অপরাধীর ভাগীদার। তাঁদের প্রত্যেককে এর মূল্য চোকাতে হবে'।
In 2002, Osama Bin Laden wrote a letter to America and its been translated and posted on The Guardian's website for 22 years but when people started to talk about it, they took it down. So, here is the whole letter 1/2 pic.twitter.com/p0h7CRICRU
— val ☆ (@valksforlife) November 16, 2023
আরও পড়ুন: Israel Hamas War: 'হাসপাতালে হামাসের অস্ত্রঘাঁটি', ভিডিও প্রকাশ IDF-এর! শুরু বিতর্ক
সেখানেই থামেননি লাদেন। তিনি আরও লেখেন, 'প্য়ালেস্তাইনে যে নিপীড়ন চলছে, তার প্রতিশোধ তুলতেই হতো...আমেরিকার মানুষ যে কর দেন, সেই করের টাকাতেই বিমান কিনে আফগানিস্তানে আমাদের উপর বোমা ফেলা হয়, সেই করের টাকায় কেনা ট্যাঙ্ক প্যালেস্তাইনে আমাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়, আরব উপসাগরীয় অঞ্চলে যে সেনাবাহিনী আমাদের ভূমি দখল করে রাখে, ইরাককে যারা অবরুদ্ধ করে রাখে, সবই ওই টাকায় চলে। তাই আমেরিকা এবং ইহুদিরা যে অপরাধ ঘটিয়েছে, তার দায় থেকে আমেরিকার নাগরিকরাও মুক্ত নন'।
ইজরায়েল বনাম হামাস যুদ্ধে যখন তপ্ত আন্তর্জাতিক ভূরাজনীতি, লাদেনের এই চিঠিই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। লাদেন আগেই আমেরিকা এবং ইজরায়েলের নিপীড়নের কথা তুলে ধরেছিলেন বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। অন্য় দিকে, ৯/১১ হামলায় নিরীহ মানুষকে হত্যার যে কারণ দেখিয়েছেন লাদেন, তা যুক্তিযুক্ত নয় বলেও দাবি করেছেন অনেকে। গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত তাতে গাজায় ১১ হাজার ৩২০ জন প্যালিস্তিনীয় মারা গিয়েছেন এখনও পর্যন্ত, যার মধ্যে শিশুর সংখ্যা ৪ হাজার ৬৫০, মহিলা ৩ হাজার ১৪৫। ১ হাজার ৭৫৫ শিশু-সহ নিখোজ ৩ হাজার ৬০০ জনকে এর মধ্যে ধরাই হয়নি বলে জানিয়েছে প্যালেস্তাইন সরকার। যুদ্ধে এখনও পর্যন্ত ১ হাজার ২০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে।