Pakistan News: পাকিস্তান নাকি "সন্ত্রাসের শিকার" ! পাক-মন্ত্রীর দাবিকে তথ্য তুলে ধরে তুলোধনা মহিলা সাংবাদিকের
Pakistan Defence Minister : প্রতিরক্ষামন্ত্রী আসিফ দাবি করেছিলেন, 'আমেরিকার হয়ে যুগ যুগ ধরে এই নোংরা কাজটা করছে পাকিস্তান।"

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতের 'অপারেশন সিঁদুর'। একযোগে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়ে সেগুলি ধুলিসাৎ করে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। এই আবহে আজ Sky News-কে দেওয়া এক সাক্ষাৎকারে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার বিষয়ক ফেডারেলমন্ত্রী আতাউল্লাহ তারার নিজের মতামত ব্যক্ত করেন। 'পাকিস্তানে কোনও জঙ্গি ঘাঁটি নেই' বলে তিনি যে দাবি করেছেন তা নস্যাৎ করে দেন তাঁর সাক্ষাৎকার নেওয়া মহিলা সাংবাদিক। সাম্প্রতিক সময়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের করা মন্তব্য তুলে ধরে তারারের দাবির বিরোধিতা করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী আসিফ দাবি করেছিলেন, 'আমেরিকার হয়ে যুগ যুগ ধরে এই নোংরা কাজটা করছে পাকিস্তান।'
তারার তাঁর বক্তব্যে বলেন, "পাকিস্তান সন্ত্রাসের শিকার। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সম্মুখসারির রাষ্ট্র। অন্যদিকে, যখন আমাদের জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছিল, তখন ভারত এর নিন্দাও করেনি।" তাঁর বক্তব্যের পাল্টা জবাব হিসাবে বিলাওয়াল ভুট্টোর মন্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়ে পাকিস্তানের অবস্থান স্বীকার করে নিয়েছিলেন।
তারার সাক্ষাৎকারে খোলাখুলিভাবে দাবি করেন যে, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের ভাবমূর্তি গভীরভাবে জড়িত। পাকিস্তান কখনও প্রথমে আক্রমণ করেনি এবং ভারতই আসল "আগ্রাসী" বলে দাবি করে তিনি সাক্ষাৎকারগ্রহীতাকে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে আসার জন্য পাকিস্তান সফর করার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে ওই মহিলা সাংবাদিক তাঁকে স্মরণ করিয়ে দেন, ৯/১১-র মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের আবোতাবাদেই গুলি করে নিকেশ করেছিল আমেরিকার সেনা।
এর আগে বিভিন্ন জঙ্গি সংগঠনকে পাকিস্তানের সাহায্য করার দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক ইয়ালদা হাকিম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফকে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে মন্ত্রী বলেছিলেন, "আমরা এই নোংরা কাজটা আমেরিকা এবং ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলির জন্য গত তিন দশক ধরে করে এসেছি।" এরপরেই তিনি স্বীকার করে নেন, এটা "ভুল" ছিল। যার জন্য পাকিস্তানকে ভুগতে হয়েছে। মন্ত্রী বলেন, "আমরা যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ে যোগ না দিতাম এবং পরবর্তীকালে, ৯/১১ হামলার পর, পাকিস্তানের যদি একটি অদম্য ট্র্যাক রেকর্ড থাকত..।" তাঁর এই বক্তব্য ভারতের দীর্ঘদিনের দাবিতেই সিলমোহর পড়ে। ভারতের মাটিতে হামলা চালাতে পাকিস্তান যে বরাবর জঙ্গিদের মদত দিয়ে চলেছে, সেই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে ভারত। কার্যত সেই অভিযোগকেই পরোক্ষে স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী।






















