Reham Khan: নতুন রাজনৈতিক দল পেল পাকিস্তান, এখনও জেলে ইমরান খান, রাজনীতিতে পদার্পণ প্রাক্তন স্ত্রীর
Imran Khan's Ex-Wife Reham Khan: পাকিস্তানে একাধিক রাজনৈতিক দল রয়েছে। সেই তালিকায় এবার নাম জুড়ল রেহমের পাকিস্তান রিপাবলিক পার্টির।

ইসলামাবাদ: পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের সূচনা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখনও জেলবন্দি। ইমরানের প্রাক্তন স্ত্রী রেহম খান এবার নিজের রাজনৈতিক দলের সূচনা করলেন। রেহম নিজের রাজনৈতিক দলের নাম রেখেছেন ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ (Pakistan Republic Party). নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে যেখানে, সরকারি কাজকর্মে স্বচ্ছতা থাকবে, মেধা অগ্রাধিকার পাবে, পাকিস্তানে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান বলে জানিয়েছেন রেহম। (Reham Khan)
পাকিস্তানে একাধিক রাজনৈতিক দল রয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ, পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ, পাকিস্তান পিপল’স পার্টি এবং আরও একাধিক। সেই তালিকায় এবার নাম জুড়ল রেহমের পাকিস্তান রিপাবলিক পার্টির। ইমরানের সঙ্গে বিয়ের পরও সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি রেহমকে। বিবাহবিচ্ছেদের এত বছর পর নিজের দল গড়ে সক্রিয় রাজনীতিতে পা রাখলেন তিনি। বাকি দলগুলিকে টেক্কা দিতে পারবেন রেহম, তা নিয়ে যদিও সন্দিহান অনেকেই। (Imran Khan's Ex-Wife Reham Khan)
মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন রেহম। সেখানেই নিজের রাজনৈতিক দলের ঘোষণা করেন। রেহম বলেন, “আগে কখনও রাজনৈতিক পদ গ্রহণ করিনি। একবার একটি রাজনৈতিক দলে যোগ দিতে হয়েছিল, তাও শুধুমাত্র এক ব্যক্তি বিশেষের জন্য। আজ আমি নিজের শর্তে এখানে দাঁড়িয়ে। এটা শুধুমাত্র একটি দল নয়, একটা আন্দোলন, রাজনীতিকে সেবায় রূপান্তরিত করার চেষ্টা। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেখলাম। পাকিস্তানে এখনও বিশুদ্ধ পানীয় জল, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না।”
ریحام خان نے اپنی سیاسی جماعت کا اعلان کر دیا.ریحام خان کی پارٹی کا نام پاکستان ریپبلک پارٹی ہے۔ pic.twitter.com/uuNEoSO7VI
— Sheraz Ahmad Sherazi (@Sherazi_Silmian) July 15, 2025
রেহম জানিয়েছেন, তাঁর দল দেশবাসীর কণ্ঠ হিসেবে কাজ করবে, প্রভাবশালীদের প্রশ্ন করবে। মহিলা, কৃষকদের কথা মাথায় রেখে সংস্কার ঘটাবেন সমাজে। রাজনীতিকদের নিয়ে দেশে যে সামগ্রিক অসন্তোষ তৈরি হয়েছে, তাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। রেহম বলেন, “আমি নিজের সাম্রাজ্য তৈরি করতে আসিনি। আমাদের দলের কেউ একসঙ্গে চারটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন না। আমরা রাজনীতির খেলা খেলতে আসিনি। আমরা ঘঘুর বাসা ভাঙতে এসেছি।”
ইমরান খানের প্রাক্তন স্ত্রী হিসেবেই পাকিস্তানে পরিচিতি রেহমের। ২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় তাঁর। সেটি ইমরান এবং রেহম, দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। রেহমের প্রথম পক্ষের স্বামী মনোবিদ ইজাজ রহমান। ১৯৯৩ সালে বিয়ে হয় তাঁদের। তিন সন্তানও রয়েছে। ইমরানের সঙ্গে বিয়ের আগে সাংবাদিক হিসেবেও কাজ করেন রেহম। BBC-তে কর্মরত ছিলেন তিনি। পরবর্তীতে ছবি প্রযোজনাতেও হাত দেন। ২০১৬ সালে ‘জানম’ নামের একটি ছবিও তৈরি করে তাঁর সংস্থা।
কিন্তু ইমরান এবং রেহমের বিয়ে নিয়ে গোড়া থেকেই বিতর্ক ছিল। পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলায় ১৩০ ছেলেমেয়ে মারা যায়। তার ঠিক পর পরই বিবাহ অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিতর্ক বাধে। রেহমের জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকি ইমরানের পরিবারেরও বিয়েতে সায় ছিল না বলে জানা যায়। ঘটনাচক্রে মাত্র ১০ মাসেই ইমরান এবং রেহমের বিয়েতে ইতি পড়ে। পরবর্তীতে ইমরানের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ তোলেন রেহম। রেহমের পর বুশরা ওয়াট্টুকে বিয়ে করেন ইমরান। রেহমের দাবি ছিল, তাঁর সঙ্গে বিয়ের আগে থেকেই বুশরার সঙ্গে সম্পর্ক ইমরানের। সেই সম্পর্ক ভাঙেননি ইমরান।
ইমরানের সঙ্গে বিয়ে ভাঙার পর পাকিস্তানি-আমেরিকান অভিনেতা মির্জা বিলালকে ২০২২ সালে বিয়ে করেন রেহম। এবার রাজনীতিতে পা রাখলেন তিনি। তবে রাজনীতিতে তিনি কতটা সাফল্য় পান, সেদিকে নজর থাকবে সকলেরই। এই মুহূর্তে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এবং পাকিস্তান পিপল’স পার্টির জোট সরকার চলছে সেদেশে। ইমরানের পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে। ইমরানের মুক্তির দাবিতে আগামী ৫ অগাস্ট দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে তারা। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন ৭২ বছর বয়সি ইমরান। শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে অসন্তোষও বাড়ছে পাকিস্তানে। বিশেষ করে অর্থনৈতিক সঙ্কট থেকে বেরনোর রাস্তা মিলছে না বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে রেহমের দল সাধারণ মানুষকে নতুন দিশা দেখাতে পারে কিনা, তা সময়ই বলবে।






















