Shehbaz Sharif : তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে পুতিন, অপেক্ষা করতে করতে হতাশ পাক প্রধানমন্ত্রী; দরজা খুলে ঢুকে পড়ার চেষ্টা !
Putin-Erdogan Meeting: আর সেই অস্থিরতা থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইপ এর্ডোগানের মধ্যে চলা রুদ্ধদ্বার বৈঠকের দরজা খুলে ভিতরে ঢুকতে যান।

সোশাল মিডিয়ায় 'হাসির পাত্র' হয়ে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রায় ৪০ মিনিট তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। আর সেই অস্থিরতা থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইপ এর্ডোগানের মধ্যে চলা রুদ্ধদ্বার বৈঠকের দরজা খুলে ভিতরে ঢুকতে যান।
রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শরিফের নির্ধারিত বৈঠক ছিল। তুর্কমেনিস্তানের রাজধানী শহরে International Year of Peace and Trust-এর আন্তর্জাতিক ফোরামের এই ঘটনার ভিডিও শেয়ার করেছে RT India। পরে অবশ্য সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। পোস্টে লেখা হয়, "ঘটনার ভুল উপস্থাপনা হতে পারে।" এক্স হ্যান্ডেলে বিস্তারিতভাবে লেখা হয়, "তুর্কমেনিস্তানে শান্তি ও বিশ্বাস ফোরামে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের অপেক্ষার বিষয়ে একটি পূর্ববর্তী পোস্ট আমরা মুছে ফেলেছি। এই পোস্টে ঘটনার ভুল উপস্থাপনা হতে পারে।"
আরটি ইন্ডিয়ার ভিডিওতে আরও দেখা গেছে, হতাশ শরিফ হল থেকে বেরিয়ে সোজা সেই কক্ষে যাচ্ছেন যেখানে পুতিন এবং এর্ডোগান রুদ্ধদ্বার আলোচনায় মগ্ন ছিলেন। নিরাপত্তারক্ষীদের বেষ্ঠনীতে শরিফ সেখানে ঠেলে ভেতরে ঢুকে পড়েন — কিন্তু নাটকীয়ভাবে তিনি সীমানা অতিক্রম করার কিছুক্ষণ পরেই রক্ষীরা তাঁকে থামাতে সক্ষম হন। অপর একটি ভিডিও দেখা যায়, রাশিয়ার পতাকা লাগানো খালি চেয়ারের পাশে বসে থাকা অবস্থায় শরিফকে অধৈর্য দেখাচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং তাঁর প্রতিনিধিদল দৃশ্যত বিরক্ত হয়ে বসে।
শরিফের ভুল ছিল দ্রুত এবং সংক্ষিপ্ত — একটি পরিকল্পিত গেট-ক্র্যাশ। প্রায় দশ মিনিটের মধ্যে, পাকিস্তানি প্রধানমন্ত্রী যেমন হঠাৎ করে কক্ষ থেকে বেরিয়ে এসেছিলেন, ঠিক তেমনই হঠাৎ করেই বেরিয়েও যান।
দিনকয়েক আগে ভারতে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু থেকেই যেন ছক-ভাঙা চিত্রনাট্য। পালাম বিমানবন্দরে নিজেই স্বাগত জানাতে চলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একেবারেই চেনা নিয়ম ভেঙে নিজের সঙ্গে আনা অরাস সেনেটে না চড়ে নরেন্দ্র মোদির ফরচুনা গাড়িতেই রওনা দেন পুতিন। গত সেপ্টেম্বরে চিনে রুশ প্রেসিডেন্ট্র পুতিনের অরাস সেনেটে সওয়ার হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নজর কাড়ে প্রেসিডেন্ট পুতিনকে দেওয়া পিএম মোদির উপহার। রুশ প্রেসিডেন্টের হাতে তিনি তুলে দেন ভগবদ্গীতা। নিজেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদি। রুশ ভাষায় অনুদিত ভগবদ্গীতার একটি কপি তিনি উপহার দেন পুতিনকে।





















