(Source: Poll of Polls)
Shehbaz Sharif Congratulates PM Modi : টানা ৩ বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, এবার অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী
Narendra Modi Swearing-in Ceremony: বিদেশের একাধিক রাষ্ট্রনেতার উপস্থিতিতে গতকাল মোদি শপথবাক্য পাঠ করেন।
নয়াদিল্লি : টানা তিনবার প্রধানমন্ত্রী। গতকালই রাষ্ট্রপতি ভবনে শপথ নেন নরেন্দ্র মোদি। বিদেশের একাধিক রাষ্ট্রনেতার উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করেন। তাঁরা মোদিকে অভিনন্দন জানান। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, 'ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা।'
Felicitations to @narendramodi on taking oath as the Prime Minister of India.
— Shehbaz Sharif (@CMShehbaz) June 10, 2024
শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচকে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন বার্তা পাঠানো নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, "ওঁদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের কোনও বিবৃতি নেই। যেহেতু নতুন ভারত সরকার এখনও সরকারিভাবে শপথ নেয়নি, তাই অভিনন্দন বার্তা পাঠানোটা "অপরিণত" বিষয় হবে। ভারত-সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই পাকিস্তান সবসময়ই পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কে বিশ্বাস করেছে। আমরা ক্রমাগত গঠনমূলক আলোচনা চালিয়ে গেছি। জম্মু ও কাশ্মীরের মতো বিবাদ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।"
মোদির শপথ, আজ বৈঠক-
তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রবিবাসরীয় সন্ধেয় আলোর রোশনাইতে ভাসল রাষ্ট্রপতি ভবন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য় পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী শপথ নিলেন। প্রথমবারের জন্য মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। বনগাঁ থেকে দ্বিতীয়বার সংসদে গিয়ে ফের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুরও। গতবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রক, যাদের বিগ ফোর বলা হয়, সেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ এবং বিদেশমন্ত্রক যাদের হাতে ছিল, সেই মন্ত্রীরাও এদিন শপথ নিলেন। নতুন মন্ত্রীদের নিয়ে আজই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রীদের নিয়ে বৈঠক। গতকাল রাষ্ট্রপতি ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী-সহ ৭২ জন মন্ত্রী। এখনও মন্ত্রীদের মন্ত্রক বণ্টন হয়নি। সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে মন্ত্রীদের মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, ৫ বছর পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরলেন জে পি নাড্ডা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।