এক্সপ্লোর
মা হওয়ার পরেও কবাডিতে ফিরে আসা যায়! মুক্তি পেল কঙ্গনার আগামী ছবি পাঙ্গা-র ট্রেলার
২৪ জানুয়ারি মুক্তি পাবে পাঙ্গা।

মুম্বই: মুক্তি পেল কঙ্গনার আগামী ছবি পাঙ্গা-র ট্রেলার। ছবিতে কঙ্গনার চরিত্রের নাম জয়া নিগম, বালক পুত্রের মা জয়া পুরোদস্তুর গৃহবধূ, চাকরি করেন রেলওয়েতে। আগে কবাডি খেলতেন তিনি। এখনও জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেন। তাঁর স্বপ্ন কি সত্যি হবে? এ নিয়েই এগিয়েছে ছবির গল্প। ছবিতে কঙ্গনার স্বামীর ভূমিকায় পাঞ্জাবি গায়ক জসসি গিল, স্ত্রীর স্বপ্ন তাঁর নিজেরও স্বপ্ন হয়ে উঠেছে। ছোট্ট ছেলেটিও চায়, কবাডিতে কামব্যাক করুক তার মা। রিচা চাঢা রয়েছেন কঙ্গনার বন্ধুর ভূমিকায়। নীনা গুপ্ত কঙ্গনার মা। দেখুন ছবির ট্রেলার
২৪ জানুয়ারি মুক্তি পাবে পাঙ্গা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















