Parliament Winter Session : 'নাটক করবেন না', শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের নিশানা মোদির; বললেন, 'টিপস দিতে প্রস্তুত'
PM Narendra Modi: অধিবেশন শুরুর আগেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি : SIR আবহে সংসদে শীতকালীন অধিবেশন। আর তা ঘিরে নতুন করে উত্তপ্ত হতে পারে জাতীয় রাজনীতি। কারণ, এই ইস্যুতে বিরোধীরা সুর চড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে অধিবেশন শুরুর আগেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের নির্বাচন ভারতীয় গণতন্ত্রের ক্ষমতা প্রদর্শন বলে মত প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বিরোধীদের দিকে নিশানা শানিয়ে বলেন, 'নাটক করবেন না।' তাঁর কথায়, "আলোচনা হওয়া উচিত, নাটক নয়। নীতিতে নজর দেওয়া উচিত, স্লোগানে নয়। গত ১০ বছর ধরে বিরোধীরা যে খেলা খেলছে তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ওদের কৌশল পাল্টানো উচিত। আমি ওদের কিছু টিপস দিতে প্রস্তুত। পরাজয়ের হতাশা বা জয়ের অহঙ্কারে শীতকালীন অধিবেশন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়।"
#ParliamentWinterSession | Delhi: PM Narendra Modi: There should be delivery, not drama. The focus should be on 'neeti' (policy), not 'nara' (slogans).
— ANI (@ANI) December 1, 2025
The game the opposition has been playing for the past 10 years is no longer acceptable to the people. They should change their… pic.twitter.com/gkgAwgzo5h
বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর আরও বার্তা, "এই সংসদ দেশ নিয়ে কী ভাবছে, দেশের জন্য কী করতে চায় তার উপরেই নজর দেওয়া উচিত অধিবেশনে। এইসব ইস্যুতে ফোকাস করা উচিত। বিরোধীদেরও তাদের দায়িত্ব পালন করা উচিত। ওদের শক্তিশালী ইস্যু তোলা উচিত। ওদের পরাজয়ের হতাশা কাটিয়ে ওঠা উচিত। দুর্ভাগ্যক্রমে এমন কিছু দল রয়েছে যারা পরাজয় হজম করতে পারছে না। আমি ভাবছিলাম, যেহেতু বিহারের ফল বেরনোর পর অনেকটা সময় পেরিয়ে গেছে, ওদের এবার একটু শান্ত হওয়া উচিত। কিন্তু, গতকাল যা শুনলাম তাতে মনে হচ্ছে, পরাজয় ওদের কষ্ট দিচ্ছে।" তাঁর সংযোজন, "যেসব সাংসদ প্রথমবার নির্বাচিত হয়েছেন, যাদের বয়স কম, তাঁরা খুব হতাশ এবং খুশি নন। ওঁদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে না।"
#ParliamentWinterSession | Delhi: PM Narendra Modi says, "...I urge all parties that the winter session should not become a battlefield for frustration caused by defeat, or an arena for arrogance after victory. As public representatives, we should handle the responsibility and… pic.twitter.com/k4uYlb6qij
— ANI (@ANI) December 1, 2025























