Petrol and diesel prices Today: পরপর তিনদিন, ফের ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২২ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ২৮ পয়সা।
কলকাতা: পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরই তিনদিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২২ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ২৮ পয়সা। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ৯১ টাকা ১৪ পয়সা। কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ২৬ পয়সা। গত তিনদিনে পেট্রোলের দাম বেড়েছে ৫২ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৬৫ পয়সা।
দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯০ টাকা ৯৯ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৮১ টাকা ৪২ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৭ টাকা ৩৪ পয়সা, ডিজেলের দাম ৮৮ টাকা ৪৯ পয়সা। দেশের আরেক মেট্রো শহর চেন্নাইতেও ঊর্ধ্বমুখী দাম। আজ, বৃহস্পতিবার পেট্রোলের দাম ৯১ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। লিটারপ্রতি ডিজেলের দাম ৮৪ টাকা ২৬ পয়সা।
গতকাল কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৯০ টাকা ৯২ পয়সা। কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ছিল ৮৩ টাকা ৯৮ পয়সা। মঙ্গলবারের তুলনায় বুধবার পেট্রোলের দাম বেড়েছিল ১৬ পয়সা ও ডিজেলের দাম বেড়েছিল ২০ পয়সা।
মঙ্গলবার থেকে কলকাতা সহ সারা দেশজুড়ে বাড়তে শুরু করে পেট্রোলের দাম। মঙ্গলবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা।
পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি জারি করেছিল। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর দুই মাসের বিরতির পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।
উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। ওই সময় পাঁচ রাজ্যে নির্বাচন চলছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কারণ, ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছিল। আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি।