PM Modi Emmanuel Macron : ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে জয়পুরে চায়ে চুমুক মোদির, মূল্য চোকালেন UPI মাধ্যমে
PM Modi Modi French President Emmanuel Macron drinks masala tea : মশলা চা খেতে খেতে কথোপকথন মোদি - মাকরেঁর । ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ UPI ব্যবহার করে টাকা দেন।
জয়পুর : এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ফরাসি প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল মাকরঁ ( French President Emmanuel Macron ) । বৃহস্পতিবারই ভারতে এসেছেন তিনি। পা রেখেছেন জয়পুরে। তারপর প্রধানমন্ত্রীর ( Prime Minister Narendra Modi ) সঙ্গে জমজমাট রোড শো। ঐতিহাসিক গোলাপি নগরী ঘুরে দেখা। সেখানেই ফরাসি রাস্ট্রপতি চুমুক দিলেন মশলা চায়ে। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি নিজের জীবন শুরু করেছিলেন চা-বিক্রেতা হিসেবে। এই দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখলেন অনেকে। শুধু চা-খাওয়া নয়, গরম চায়ে চুমুক দিয়ে অনলাইন পেমেন্টও করলেন মোদি।
VIDEO | PM Modi and French President Emmanuel Macron interacted over a cup of tea as they visited a tea stall in Jaipur earlier today. PM Modi also used UPI to make a payment at the tea stall. pic.twitter.com/dzRjFTIPHR
— Press Trust of India (@PTI_News) January 25, 2024
জয়পুরের বিখ্যাত সাহু চায়ের স্টলে দাঁড়িয়ে চা খেতে খতে কথাও হল মোদি - মাকরেঁর । ১৭৯৯ সালে সোয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত বিশ্ব-বিখ্যাত হাওয়া মহলে সাহু চায়ওয়ালা এই অনুষ্ঠানের জন্য একটি অস্থায়ী স্টল দিয়েছিলেন। সূত্রের খবর, বিশেষ অতিথিদের যত্ন করে বিশেষ মশলা চা পরিবেশন করার পর তিনি টোকেন পেমেন্টও নেন ২ টাকা করে । ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ UPI ব্যবহার করে টাকা দেন।
আরও পড়ুন :