এক্সপ্লোর
Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতিকে আলিঙ্গন মোদির, একসঙ্গে রোড শো, যন্তর-মন্তর ভ্রমণ, দেখুন ছবি
Republic Day 2024: মোদি মাকরঁকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই সফর আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে।'

ফ্রান্সের রাষ্ট্রপতিকে আলিঙ্গন মোদির
1/9

Welcome to India, my friend President @EmmanuelMacron - প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়ের মাকরঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/9

মাকরেঁর সফরের জন্য সেজে উঠেছিল গোলাপি মরুশহর। জয়পুর ছেয়ে গিয়েছিল মোদি ও মাকরেঁর ছবি ও পোস্টারে। ফরাসি রাষ্ট্রপ্রধান বিমানবন্দরে নেমে মোদির সঙ্গে রোড শো-এ অংশ নেন ইম্যানুয়ের মাকরঁ।
3/9

দুজনকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন জয়পুরের মানুষ। সকলকে অভিবাদন জানান মোদি ও মাকরঁ। মরুশহর ঘুরে দেখেন ফ্রান্সের রাষ্ট্রপতি।
4/9

মোদি মাকরঁকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'খুবই গর্বের বিষয় যে তিনি আগামীকাল ২৬শে জানুয়ারি দিল্লিতে আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁর উপস্থিতি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে।'
5/9

তিনি আরও লেখেন, ফ্রান্সের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের বন্ধুত্ব এবং সহযোগিতায় ভরা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করবে।
6/9

এরপর তাঁরা ঘুরে দেখেন যন্তর-মন্তর। পিঙ্ক সিটি বা গোলাপি শহরে তাঁদের এই সফরের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
7/9

রাজপুত রাজা জয়সিংহ ছিলেন বুদ্ধিমান, বীর । এছাড়া তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী এবং স্থপতি। তাঁর নামেই জয়পুরের নামকরণ। জয়পুর বিখ্যাত যন্তর-মন্তর এ শহরের বিশেষ নিদর্শন ।
8/9

যন্তর-মন্তর ঘুরে দেখেন মোদি ও মাকরঁ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মাকরঁ। এবারের সফরে মাকরেঁর সঙ্গে ভারতে এসেছেন একাধিক উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি।
9/9

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই নিয়ে ষষ্ঠবারের জন্য অংশ নিচ্ছে ফ্রান্স। যা অন্য যে কোনও দেশের চেয়ে বেশি।
Published at : 26 Jan 2024 07:41 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
