Mercedes-Maybach S650: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নতুন সওয়ারি, বিস্ফোরণ-বুলেট বৃষ্টিতেও অটল থাকবে মেব্যাক
PM Modi Security: ১৫ কেজি TNT বিস্ফোরণ সহ্য করতে পারে এই গাড়ি। দু-মিটার দূর থেকে ভারী বিস্ফোরণও এই গাড়ির ক্ষতি করতে পারবে না। গাড়ির জানলায় ভিতর থেকে পলিকার্বোনেটের আস্তরণ দেওয়া রয়েছে।
PM Modi New Car Mercedes Maybach S650: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় এল নতুন গাড়ি। PM Modi-র নিরাপত্তায় সম্প্রতি যোগ হয়েছে Mercedes-Maybach S 650 Guard। রিপোর্ট বলছে, গুলির বৃষ্টি-বোমা বিস্ফোরণেও অটল থাকবে এই গাড়ি। প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা বাড়াতেই আনা হয়েছে এই নতুন কার।
PM Modi New Car Price: ইতিমধ্যেই মোদির এই গাড়ির দাম নিয়ে বহু খবর প্রকাশিত হয়েছে। সরকারি সূত্র বলছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত দামের থেকে অনেকটাই কম প্রধানমন্ত্রীর গাড়ির মূল্য। এটি মিডিয়াতে প্রকাশিত দামের তুলনায় এক তৃতীয়াংশ কম।অনেক খবরেই Mercedes Maybach S650 গাড়ির দাম ১২ কোটি টাকার বেশি বলা হচ্ছে।
PM Modi New Car: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি দিল্লির হায়দরাবাদ হাউসে Mercedes Maybach S650-এ দেখা গেছে। সেখানে ভারত সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। গাড়িটি VR10-স্তরের সুরক্ষা দেয় বলে জানা গেছে। কোনও প্রোডাকশন কারে এটি সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলে মানা হয়। এই গাড়ি AK-47 রাইফেলের আক্রমণও সহজেই সহ্য করতে পারে।
PM Modi Security: ১৫ কেজি TNT বিস্ফোরণ সহ্য করতে পারে এই গাড়ি। দু-মিটার দূর থেকে ভারী বিস্ফোরণও এই গাড়ির ক্ষতি করতে পারবে না। গাড়ির জানলায় ভিতর থেকে পলিকার্বোনেটের আস্তরণ দেওয়া রয়েছে। এর পাশাপাশি এর আন্ডার-বডিও সেরা সুরক্ষা দেয়। তাই গাড়ির নিচে কোনও ধরনের বোমা রাখলেও ভিতরে থাকা ব্যক্তি নিরাপদ থাকেন। শুধু তাই নয়, হামলা বা জরুরি পরিস্থিতিতে গাড়ির কেবিনে আলাদা এয়ার সাপ্লাইও দেওয়া যাবে।
PM Modi New Car Engine: রিপোর্ট বলছে, গাড়িটি একটি 6.0-লিটার টুইন টার্বো V12 ইঞ্জিনের মাধ্যমে চলে। যা 516 bhp সর্বোচ্চ শক্তি ও 900 Nm পিকআপ টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটির টপ স্পিড ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। গাড়িটি বিশেষ রান-ফ্ল্যাট টায়ার দেওয়া হয়। যাতে এটি ক্ষতি বা পাংচারের ক্ষেত্রেও না থেমে নির্দিষ্ট পথ পেরোতে পারে। পিএম মোদির কনভয়ে BMW 7 সিরিজের হাই-সিকিউরিটি সংস্করণ ছাড়াও ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার ভোগ ও টয়োটা ল্যান্ড ক্রুজারের মতো গাড়ি রয়েছে।