PM Modi Leave : ৯ বছরে নরেন্দ্র মোদি ছুটি নেননি ১ দিনও ! আরটিআইয়ে চমকে দেওয়া তথ্য
Narendra Modi : দেশ ও বিদেশ মিলিয়ে প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে ৩ হাজারের বেশি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন বলেও জানানো হয়েছে।
নয়াদিল্লি : দায়িত্ব নেওয়ার পর থেকে একদিনের জন্যও ছুটি নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তথ্য জানার অধিকার (Right to Information) তথা আরটিআইয়ে দাখিল হওয়া প্রশ্নের ভিত্তিতে এমনই উত্তর দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস (PMO)। ২০১৪ সালে পদে বসার পর থেকে এখনও পর্যন্ত সর্বদা প্রধানমন্ত্রীকে কাজের মাঝে পাওয়া গিয়েছে বলেই জানানো হয়েছে উত্তরে।
পুণের এক সমাজকর্মী প্রফুল্ল সারদা দুটি আরটিআই দাখিল করেছিলেন, যেখানে তিনি প্রথম প্রশ্নে জানতে চেয়েছিলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর পদে বসার পর থেকে কতদিন নিজের অফিসে কাজ করেছেন নরেন্দ্র মোদি। আর দ্বিতীয় প্রশ্নে তাঁর জিজ্ঞাসা ছিল, অফিসে উপস্থিত থাকা দিনগুলিতে এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক কী কী করেছেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
যে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সবসময়ই নিজের কাজের জায়গায় উপস্থিত। দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একদিনও ছুটি নেন নরেন্দ্র মোদি। পাশাপাশি দেশ ও বিদেশ মিলিয়ে প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে ৩ হাজারের বেশি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে গেলেই বিশদে সমস্ত ধরনের তথ্যও পাওয়া যাবে বলেই আরটিআইয়ের উত্তরে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে।
#MyPmMyPride pic.twitter.com/EPpkMCnLke
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 4, 2023
আরও পড়ুন- আলোকসজ্জা, বিলবোর্ডে ছয়লাপ রাজধানী ; কী গুরুত্ব G20 সম্মেলনের ? কীভাবে কাজ এই গোষ্ঠীর ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial