PM Modi: লোকসভা ভোটে কত আসন পাবে BJP? বলে দিলেন মোদি
PM Modi in Budget Session: তৃতীয় বারের জন্য সরকার গড়লে খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে? মোদির ভাষণে ইঙ্গিত তেমনটাই
নয়াদিল্লি: বিজেপি জিতবে, ফের ক্ষমতায় আসবে NDA. সংসদ অধিবেশনের (PM Modi in Budget Session) জবাবি ভাষণে বড়সড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে (Parliament Election) কত আসনে জিততে চলেছে পদ্মশিবির। সেটাও জানিয়ে দিলেন মোদি। বাজেট অধিবেশনের জবাবি ভাষণে দাঁড়িয়ে বললেন, 'আমাদের সরকারের তৃতীয় মেয়াদ (Modi Third term) খুব দূরে নয়। খুব বেশি বলে ১০০-১২৫ দিন বাকি রয়েছে। আমি খুব বেশি নম্বর নিয়ে কথা বলি না। কিন্তু দেশের যা মেজাজ দেখছি তাতে বিজেপি ৩৭০ আসন পাবেই, আর এনডিএ (NDA result) পেরোবে ৪০০ আসন।' (PM Modi Predicts Winning)
৩৭০ ধারা বাতিলের মতো কাজ করেছে মোদি সরকার, রাম মন্দিরও (Ram Mandir) তৈরি হয়েছে এই আমলেই। তৃতীয়বার সরকার হলে কি আরও বড় কোনও লক্ষ্য় বিজেপির? ইঙ্গিত মিলেছে মোদির বক্তব্যেই। তিনি বলছেন, 'তিন নম্বর টার্ম খুব বড় সিদ্ধান্ত নেওয়ার সময়।'
#WATCH | PM Narendra Modi says, "The third term of our government is not very far now. Only 100-125 days remain to go...I don't go into numbers but I can see the mood of the country. It will make the NDA cross 400 and BJP will definitely get 370 seats...The third term will be… pic.twitter.com/qSuMk8uRXz
— ANI (@ANI) February 5, 2024