PM Modi : নজরে লোকসভা নির্বাচন, ১১টি গ্রুপে ৪৩০ জন NDA সাংসদের সঙ্গে বৈঠক করবেন মোদি
NDA Meet : বৈঠকগুলিতে ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাওয়া নিয়ে আলোচনা হবে
নয়াদিল্লি : লোকসভা ভোট ঘিরে তৎপরতা তুঙ্গে শাসক-বিরোধী দুই শিবিরেই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না সেকথা বলাইবাহুল্য। বিরোধীরা একদিকে যখন তৃতীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে NDA সাংসদদের বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। মোট ১১টি দলে NDA-র ৪৩০ জন সাংসদকে ভাগ করেছে বিজেপি। আলাদা আলাদ দলে এঁদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ৩১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত এই বৈঠক হবে। যাতে ভোটের আগে শিবিরে সমন্বয় গড়ে তোলা যায়, এমনই খবর দলীয় সূত্রের। সংশ্লিষ্ট বৈঠকগুলিতে উপস্থিত থাকবেন দলের অন্য সিনিয়র নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাস্তা পরিবহনমন্ত্রী নীতির গড়করি ও বিজেপির সভাপতি জে পি নাড্ডা যোগ দেবেন।
সূত্রের খবর, প্রথম দিন অর্থাৎ ৩১ জুলাই পশ্চিম উত্তরপ্রদেশ, বুন্দেলখণ্ড, ব্রজ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। ৮৩ সাংসদের দুটি গ্রুপের সঙ্গে তাঁর কথা হবে। প্রথম সেসনে মোদির সঙ্গে থাকবেন জেপি নাড্ডা ও নীতির গড়করি। দ্বিতীয় দফায় তাঁকে সঙ্গ দেবেন অমিত শাহ ও রাজনাথ সিং। এই বৈঠকগুলির সমন্বয় সাধন করবেন- কেন্দ্রীয়মন্ত্রী সঞ্জীব বালিয়া, বি এল ভার্মা ও ধর্মেন্দ্র প্রধান।
অগাস্টের ২ তারিখে তৃতীয় ও চতুর্থ গ্রুপের বৈঠক। উপস্থিত থাকবেন ৯৬ জন সাংসদ। উত্তরপ্রদেশের কিছু এলাকা ছাড়াও, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের সাংসদরা বৈঠকে যোগ দেবেন।
পঞ্চম ও ষষ্ঠ গ্রুপের মিটিংয়ে অংশ নেবেন- বিহার, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সাংসদরা। ৩ অগাস্ট তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই সেসনের সমন্বয় সাধন করবেন নিত্যানন্দ রাই, অনুরাগ ঠাকুর ও অজয় ভাট।
অগাস্টের ৮ তারিখে রাজস্থান, মহারাষ্ট্র ও গোয়ার ৭৬ জন সাংসদ দুটি দলে ভাগ হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। উপস্থিত থাকবেন অমিত শাহ ও নীতিন গড়করি। একই দিনে সপ্তম ও অষ্টম গ্রুপের বৈঠকও রয়েছে। সন্ধেয় রাজস্থানের সাংসদদের সঙ্গে হবে সেই বৈঠক। জে পি নাড্ডা ও রাজনাথ সিং তাতে যোগ দেবেন। এই গ্রুপে থাকবেন ২৮ জন সাংসদ।
৯ অগাস্ট গুজরাত, দাদর ও নগর হাভেলি, দমন ও দিউর সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। থাকবেন ৩৫ জন সাংসদ। একই দিনে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের সাংসদদের সঙ্গেও দেখা করবেন তিনি। থাকবেন ৪৬ সাংসদ।
এছাড়া সিকিম, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার এনডিএ সাংসদরাও ৯ তারিখে মোদির সঙ্গে আলোচনা করবেন। থাকবেন ৩১ জন সাংসদ। প্রসঙ্গত, এই বৈঠকগুলিতে ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাওয়া নিয়ে আলোচনা হবে। NDA-তে রয়েছে ৩৮টি দল।