Narendra Modi: “পরিবারতন্ত্র দেশের পক্ষে বিপজ্জনক,’’ আক্রমণ প্রধানমন্ত্রীর
Narendra Modi on Constitution Day: "রাজনৈতিক দল (Political Party) যখন লোকতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ করে তখন কীভাবে সংবিধানের মর্যাদা রক্ষা করবে? এর বেশি কি কিছু বলার দরকার আছে?’’ প্রশ্ন প্রধানমন্ত্রীর।
নয়াদিল্লি: একটা পার্টি কোনও একটা পরিবার বা একই পরিবারে প্রজন্মের পর প্রজন্ম নিয়ন্ত্রণ করলে তা গণতন্ত্রের জন্য ভাল নয়। নাম না করে ফের পরিবারবাদ নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর (Prime Minister)। আজ, শুক্রবার সংবিধান দিবস (Constitution Day) পালন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরিবারতন্ত্র দেশে পক্ষে বিপজ্জনক। রাজনৈতিক দল (Political Party) যখন লোকতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ করে তখন কীভাবে সংবিধানের মর্যাদা রক্ষা করবে? একটা পার্টি পরিবারের জন্য এবং পরিবারের সদস্যদের দ্বারা চালিত হয়। এর বেশি কি কিছু বলার দরকার আছে ?’’
নরেন্দ্র মোদি (Narendra Modi) আরও বলেন, "কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত এমন এক সঙ্কটের দিকে এগোচ্ছে যা লোকতন্ত্রের প্রতি আস্থা রাখে এমন মানুষদের জন্য ভয়ঙ্কর রূপ নিতে পারে। পার্টি ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি।'' এদিকে সংবিধান দিবসে ট্যুইট করে কংগ্রেস। ট্যুইটারে তারা লিখেছে, “আমাদের সংবিধান, চিন্তা, ভাবনার প্রকাশ , বিশ্বাস, আস্থা এবং ধর্মাচরণের স্বাধীনতা দিতে অঙ্গীকারবদ্ধ। তবে গত ৭ বছরে মোদি সরকার এই মৌলিক অধিকারকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পাল্টা লড়াই করতেই হবে।’’
সংবিধান দিবসে সংসদ ভবনের সেন্ট্রাল হলে আজ সংবিধান দিবস পালন। অনুষ্ঠানে যোগ দিল না কংগ্রেস, বাম, তৃণমূল-সহ ১৪টি বিরোধী দল। গতকালই সংসদ ভবনে সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানিয়েছিল কংগ্রেস। তৃণমূল ও বামপন্থী দলগুলি ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানায় আরজেডি, শিবসেনা, এনসিপি, সমাজবাদী পার্টি, ডিএমকে-ও। এরপর সংবিধান দিবসের বক্তৃতায় নাম না করে বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। “আমাদের সংবিধান ভারতের ঐতিহ্য, অখণ্ডতাকে তুলে ধরে। সংবিধান দিবস তারই আধুনিক অভিব্যক্তি। আমরা যা করছি তা আদৌ ঠিক না ভুল সেটা বুঝতে সংবিধান দিবস পালন করা উচিত।’’
একইসঙ্গে এদিন মোদি বলেন, “মহাত্মা গাঁধী যা বলেছিলেন সেই জায়গা থেকেও অনেকে সরে এসেছেন’। কর্তব্য থেকে দায়িত্ববোধ আসে, তার থেকেই আসে অধিকার। কর্তব্য পালনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়।’’