PM Modi : বাড়িতে 'নতুন সদস্যের' আগমন, সুখবর দিলেন মোদি
Narendra Modi Welcomes Calf in His Residence: নিজের বাসভবনে ময়ূরের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় প্রধানমন্ত্রী...
নয়াদিল্লি : সালটা ছিল ২০২০। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী। ১ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ভিডিও ট্যুইটার (তৎকালীন), ইনস্টাগ্রাম ও ফেসবুকে আপলোড করা হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওয় প্রধানমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গে একটি ময়ূরের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। শুধু তা-ই নয়, নিজের বাসভবনে নিয়মিত ময়ূরের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এবার নতুন অতিথি পেল প্রধানমন্ত্রীর বাসভবন। ৭ লোককল্যাণ মার্গে এল একটি বাছুর। যাকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি এখন ভাইরাল। বাছুরের নাম দেওয়া হয়েছে 'দীপজ্যোতি।'
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গে বাসভবন চত্বরে একটি বাছুরের জন্ম দিয়েছে গো মাতা। এর পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
A new member at 7, Lok Kalyan Marg!
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
Deepjyoti is truly adorable. pic.twitter.com/vBqPYCbbw4
এক্স হ্যান্ডেলের পোস্টে হিন্দিতে মোদি লিখলেন, "আমাদের ধর্মগ্রন্থেই বলা আছে- 'Gaavh Sarvasukh Pradaah'। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে শুভবার্তা নিয়ে এসেছে এক নতুন সদস্য। প্রধানমন্ত্রীর বাসভবনে, প্রিয় গো মাতা নতুন এক বাছুরের জন্ম দিয়েছেন। যার কপালে আলোর চিহ্ন। সেইজন্য, আমি ওর নাম রেখেছি দীপজ্যোতি ।"
हमारे शास्त्रों में कहा गया है - गाव: सर्वसुख प्रदा:'।
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
लोक कल्याण मार्ग पर प्रधानमंत्री आवास परिवार में एक नए सदस्य का शुभ आगमन हुआ है।
प्रधानमंत्री आवास में प्रिय गौ माता ने एक नव वत्सा को जन्म दिया है, जिसके मस्तक पर ज्योति का चिह्न है।
इसलिए, मैंने इसका नाम 'दीपज्योति'… pic.twitter.com/NhAJ4DDq8K
পরিবেশের উপর তাঁর দৃষ্টিভঙ্গি কী তা নিয়ে দুটি বই লিখেছেন প্রধানমন্ত্রী। সেগুলি হল- "Convenient Action: Gujarat's Response to Challenges of Climate Change" এবং "Convenient Action- Continuity for Change" । তার আগে "Man vs Wild" শোয়ে তাঁকে দেখা গেছে। যেখানে তিনি, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের ভারতের নীতির কথা তুলে ধরেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।