এক্সপ্লোর
Advertisement
বিষ! তুফানগঞ্জে ৫ তৃণমূল সমর্থকের নলকূপ থেকে ‘কালো-নীল’ জল, কাঠগড়ায় বিজেপি
নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের সদস্য শীতল দাস কলে বিষ মেশানো হয়েছে বলে দাবি করে আঙুল তোলেন বিজেপির দিকে। বলেন, এটা ওরা করতে পারে, কারণ ওরা এধরনের রাজনীতি করে। অভিযোগ খারিজ করে বিজেপির চামটা বুথ সভাপতি স্বপন দাস বলেন, তৃণমূল আমলে এসব শুরু হয়েছে, বিজেপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে। এসব কারা করেছে, সবাই জানে।
কোচবিহার: জলেও মিশল রাজনীতি। কোচবিহারের তুফানগঞ্জে পাঁচ তৃণমূল সমর্থকের বাড়ির নলকূপের জলে কীটনাশক মেশানোর অভিযোগ। নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র, দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির। আপাতত ওই নলকূপগুলির জল ব্যবহার করতে নিষেধ করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের চামটা গ্রামে। তৃণমূল সমর্থক কৃষ্ণপদ দাসের অভিযোগ, শুক্রবার সকালে পাম্প করা মাত্র বাড়ির নলকূপ দিয়ে নীল রঙের জল বেরতে শুরু করে। আশপাশের আরও চার তৃণমূল সমর্থকের বাড়িতেও একই ঘটনা ঘটে বলে দাবি। সকালে টিউবওয়েল দিয়ে কালো-নীল জল বেরতে থাকে বলে জানিয়ে তিনি বলেন, বুঝতে পারি কীটনাশক মেশানো হয়েছে। দাদার বাড়ি ও আরও ২-৩টি বাড়িতে একই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় তরজায় জড়িয়েছে তৃণমূল, বিজেপি। নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের সদস্য শীতল দাস কলে বিষ মেশানো হয়েছে বলে দাবি করে আঙুল তোলেন বিজেপির দিকে। বলেন, এটা ওরা করতে পারে, কারণ ওরা এধরনের রাজনীতি করে। অভিযোগ খারিজ করে বিজেপির চামটা বুথ সভাপতি স্বপন দাস বলেন, তৃণমূল আমলে এসব শুরু হয়েছে, বিজেপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে। এসব কারা করেছে, সবাই জানে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। প্রশাসনের তরফে আপাতত ওই পাঁচটি নলকূপের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement