Ashoka Chakra: 'নয়া' অশোক স্তম্ভের সিংহের আক্রমণাত্মক রূপ! 'জাতীয় প্রতীক'-এর অবমাননার অভিযোগ বিরোধীদের
National Emblem: বিরোধী দল এই নয়া স্তম্ভটিকে 'বিকৃত' বলে দাবি করেছেন। অশোক স্তম্ভের সিংহের মধ্যে থাকা আত্মবিশ্বাসী সেই রূপকে আক্রমণাত্মক ও পেশীবহুল করে তোলা হয়েছে বলে দাবি
নয়া দিল্লি: সোমবার নতুন সংসদ ভবনের ছাদে ব্রোঞ্জের তৈরি জাতীয় প্রতীক অশোক স্তম্ভ উদবোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে রাজনৈতিক তরজা বহাল। বেশ কয়েকটি বিরোধী দল এই নয়া স্তম্ভটিকে 'বিকৃত' বলে দাবি করেছেন। অশোক স্তম্ভের সিংহের মধ্যে থাকা আত্মবিশ্বাসী সেই রূপকে আক্রমণাত্মক ও পেশীবহুল করে তোলা হয়েছে বলে দাবি তাঁদের। এর মাধ্যমে মোদি সরকার আদতে জাতীয় প্রতীকের অবমাননা করেছেন এমনটাই অভিযোগ বিরোধীদের।
এই ঘটনায় ইতিহাসবিদদেরও সরব হওয়া উচিত বলে সুর চড়িয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী একটি টুইটে বলেছেন, "নরেন্দ্র মোদিজি অনুগ্রহ করে সিংহের মুখটি পর্যবেক্ষণ করুন। সারনাথের মূর্তি বা জিআইআর সিংহের বিকৃত সংস্করণের প্রতিনিধিত্ব করছে কি না তা ভাল করে দেখুন। প্রয়োজনে এটি সংশোধন করুন।"
The solo show of unveiling the national emblem by PM @narendramodi Ji, has already drawn a flurry of questions including constitutional propriety, let alone democratic values. We are all familiar with our PM's "#Who_Cares_Whom" attitude.
— Adhir Chowdhury (@adhirrcinc) July 12, 2022
ইতিহাসবিদ এস ইরফান হাবিবও নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীক উন্মোচনে আপত্তি জানিয়েছেন। হাবিব বলেন, "আমাদের জাতীয় প্রতীকে এমন হস্তক্ষেপ করা অপ্রয়োজনীয় ছিল। কেন সিংহের মুখে হিংসা ও ক্ষোভ থাকবে?"
Meddling with our national emblem was totally unnecessary and avoidable. Why should our lions look ferocious and full of angst? These are Ashoka’s lions adapted by independent India in 1950. #NationalEmblem
— S lrfan Habib एस इरफान हबीब عرفان حبئب (@irfhabib) July 12, 2022
Insult to our national symbol, the majestic Ashokan Lions. Original is on the left, graceful, regally confident. The one on the right is Modi’s version, put above new Parliament building — snarling, unnecessarily aggressive and disproportionate. Shame! Change it immediately! pic.twitter.com/luXnLVByvP
— Jawhar Sircar (@jawharsircar) July 12, 2022
প্রসঙ্গত, সাড়ে ৯ হাজার কেজি ওজনের ব্রোঞ্জ নির্মিত এই অশোক স্তম্ভটি সাড়ে ৬ মিটার দীর্ঘ। যে ইস্পাতের কাঠামোর ওপর অশোক স্তম্ভটি বসানো হচ্ছে তার ওজনও প্রায় সাড়ে ৬ হাজার কেজি। ক্লে মডেলিং, ব্রোঞ্জ ঢালাই, পালিশ হওয়া-সহ মোট আটটি ধাপে এটি তৈরি করা হয়েছে।