RG Kar Update: সন্দীপ-অভিজিতের জামিন, প্রতিবাদে ফের রাজপথে জনগর্জন
West Bengal News Live Update: রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন...
LIVE

Background
West Bengal News: সংখ্যাগুরু, সংখ্যালঘু তত্ত্ব দিয়ে এবার দলেই সমালোচনার মুখে ফিরহাদ
সংখ্যাগুরু, সংখ্যালঘু তত্ত্ব দিয়ে এবার দলেই সমালোচনার মুখে ফিরহাদ। মন্ত্রীকে কোরানের পাঠ নিতে পরামর্শ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
Bangladesh News: সোনার বাংলায় মহিলাদের দেওয়া হচ্ছে ধর্মান্তকরণের হুমকি!
সোনার বাংলায় মহিলাদের দেওয়া হচ্ছে ধর্মান্তকরণের হুমকি। বোরখা পরার নির্দেশ। পরিস্থিতি এমন যে ওদেশের ভিটে-মাটি ছেড়ে এদেশে থাকতেও তৈরি তাঁরা। পেট্রাপোল সীমান্তে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা রিনা দাস।
Bangladesh Update: নৈরাজ্যের বাংলাদেশ, জেল ভেঙে পালানো ৭৮ জন জঙ্গি এখনও ঘুরছে বাংলাদেশে
নৈরাজ্যের বাংলাদেশ, জেল ভেঙে পালানো ৭৮ জন জঙ্গি এখনও ঘুরছে বাংলাদেশে। বাংলাদেশের একের পর এক জেল ভেঙে বুক ফুলিয়ে ঘুরছে একাধিক বন্দি। ৬ আগস্ট সকালে কাশিমপুর হাই সিকিওরিটি জেল থেকে পালিয়ে যায় ১৯৯ জন জঙ্গি। নরসিংদি জেলা কারাগার থেকে ৮২৬ জন বন্দি উধাও। জেল থেকে লুঠ হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮ হাজারের বেশি কার্তুজ। এখনও ঠিক কতজন জেলবন্দি আসামী পালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় জেল কর্তৃপক্ষ। কুষ্টিয়া জেল থেকেও পালিয়েছে ৮৭ জন বন্দি। সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়েছে ৮৭ জন আসামীয শেরপুর জেলা কারাগার ফাটক ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। পালানোর আগে বহু জেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা
Kolkata News: তোলাবাজির প্রতিবাদ করায় খাস কলকাতায় তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ
তোলাবাজির প্রতিবাদ করায় খাস কলকাতায় তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তালতলা থানা এলাকার আগা মেহেদি স্ট্রিটে। অভিযোগ, সবজির দোকানে ট্রে সরানো নিয়ে গন্ডগোল বাধে। নেশাগ্রস্ত অবস্থায় ২-৩ জন এসে অশান্তি শুরু করে। প্রতিবাদ করায় সবজি ব্যবসায়ীর ছেলে সফি আহমেদকে ছুরি দিয়ে কোপানো হয়। গুরুতর জখম ওই তরুণকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সবজির দোকানে এসে প্রতিদিন তোলাবাজি করে কয়েকজন, তা নিয়েই অশান্তি। এই ঘটনায় একজনকে আটক করেছে তালতলা থানার পুলিশ।
West Bengal News: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সমবায় নির্বাচনেও উত্তেজনার ছবি
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সমবায় নির্বাচনেও উত্তেজনার ছবি। কোলাঘাট: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মী-সমর্থকদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ। বাধা দেওয়ায় বিজেপি নেতা সাদ্দাম হোসেনকে মারধরের অভিযোগ তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অসীম মাঝির বিরুদ্ধে। রামনগর: সমবায় ভোটে গন্ডগোলের অভিযোগে রামনগরে বিজেপির পথ অবরোধ। কাঁথি: সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
