Swargorom: তদন্তের নামে প্রহসন।কেন চার্জশিট দিতে পারল না সিবিআই? বিচার চেয়ে পথে নির্যাতিতার বাবা-মা
ABP Ananda Live: সুপ্রিম কোর্টে আইনজীবী সরে দাঁড়িয়েছেন। পরবর্তী শুনানি সেই মার্চ মাসে। এর মধ্য়ে সিবিআই নব্বই দিনের মধ্য়ে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একের পর এক এই ঘটনাগুলিতে হতাশ তিলোত্তমার মা-বাবা। আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা।
সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথাও বলছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন এবিপি আনন্দকে।
'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের বাবা-মায়ের।
সকালে উকিলদের সঙ্গে কথা বলতে আসেন নির্যাতিতার মা-বাবা। সারাদিন নানা কর্মসূচিতে যোগ দেওয়ার কথাও রয়েছে। কারণ এ লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন তাঁরা, সেই বার্তাই দিলেন। নির্যাতিতার মায়ের কথায়, 'কী কারণে আইনজীবী এই মামলা থেকে সরে দাঁড়ালেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা জানি না কেন এটা হল। কোনও যোগাযোগ হয়নি। ফোন করলেও আর ফোন ধরছেন না। সিবিআই কী ভাবছে আমরা জানি না।'