Constitution Day: সংবিধান দিবসে ফের রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপালের, মোদিকে বিঁধলেন মহুয়া
ট্যুইটে জগদীপ ধনকড় বলেন, প্রশাসনিক আধিকারিক, আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, সংবিধান মেনে প্রশাসন চালানো নিশ্চিত করুন, যাতে গণতন্ত্র বিকশিত হতে পারে।
কলকাতা: সংবিধান দিবসে (Constitution Day) ফের রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। ট্যুইটে প্রশাসনিক আধিকারিক, আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, সংবিধান মেনে প্রশাসন চালানো নিশ্চিত করুন, যাতে গণতন্ত্র বিকশিত হতে পারে। সংবিধানের মূল বক্তব্যকে তুলে ধরা এবং মৌলিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হন।
অন্যদিকে, সংবিধান দিবস উপলক্ষে ট্যুইটে মোদি সরকারকে খোঁচা মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লিখেছেন, বছরের বাকি দিনগুলিতে সংবিধানের ওপর আঘাত হেনে, সংসদের সেন্ট্রাল হলে একদিনের উত্সব পালন।
পাশাপাশি, সংবিধান দিবসে পুরনো ভাষণের ভিডিও শেয়ার করে মোদি সরকারকে কটাক্ষ ডেরেক ও ব্রায়েনের। তৃণমূল সাংসদ লেখেন, কয়েকমাস আগে সংসদে দাঁড়িয়ে দুটি বই নিয়ে প্রশ্ন তুলেছিলাম। একটি হল ভারতের সংবিধান। অপরটি হল বলে উল্লেখ করে পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।
যেখানে দেখা যাচ্ছে, তিনি বলছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন। তাও মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সংসদে এসেছি। কারণ আমরা সংবিধানকে সম্মান করি। আরেকদল আছে যারা ইস্তেহার মেনে চলায় বিশ্বাসী।
আরও পড়ুন, করোনার নতুন প্রজাতি নিয়ে সতর্ক বিশ্ব, ভ্যাকসিনের কার্যকারিতা নষ্টের আশঙ্কা
প্রসঙ্গত, আজ ভারতের সংবিধান দিবস৷ দিল্লির সংসদ ভবনের সেন্টার হলে তা যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। কিন্তু, সংসদ ভবনের সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা৷ জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ আরজেডি, সিপিএম, সিপিআই, ডিএমকে ওই অনুষ্ঠান বয়কট করেছে৷
বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সংসদীয় ব্যবস্থার মর্যাদা দিতে ব্যর্থ৷ সংসদের একাধিক সিদ্ধান্ত এক তরফা ভাবে নিয়ে চলেছে বিজেপির নরেন্দ্র মোদির সরকার৷ তাই, সংবিধানের মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংসদ প্রতিনিধিরা সেন্টার হলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না৷