Harbhajan on Rajya Sabha: এবার রাজ্যসভাতেও দেখা যাবে হরভজন সিংহকে? স্পিনারের নাম প্রস্তাব মুখ্যমন্ত্রীর
Harbhajan Singh: পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে বড় জয় পেয়েই তাই যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্য পূরণে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
নয়া দিল্লি: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, বুধবার সন্ধ্যায় ভগবন্ত মান সে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য একজন ক্রীড়াবিদকে রাজ্যসভায় পাঠানোর একটি বড় সিদ্ধান্ত নিলেন। পাঞ্জাবে খেলাধুলার প্রসার করা ছিল ভগবন্ত সিংহ মানের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি। পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে বড় জয় পেয়েই তাই যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্য পূরণে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
এবিপি নিউজ সূত্রের খবর, পাঞ্জাব থেকে আম আদমি পার্টি প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে রাজ্যসভায় পাঠাতে পারে। হরভজনের সঙ্গে মান-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভগবন্তকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ভাজ্জি। এও জানা যায় যে, জলন্ধর স্পোর্ট ইউনিভার্সিটির কমান্ডও হরভজনকে দিতে পারেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, পাঞ্জাব নির্বাচনের আগে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জলন্ধরে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় ভগবন্ত মান বলেন, "আমরা একটি দিনও নষ্ট করব না। আমরা ইতিমধ্যেই ৭০ বছর দেরি করে ফেলেছি।" তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল স্বাধীনতা সংগ্রামী ভগত সিং-এর গ্রামে। সেখানে ভিড় করেছিল কাতারে কাতারে লোক।
এবারের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি। এই নিয়ে দেশের দ্বিতীয় রাজ্যে সরকার গড়ল তারা। এবারের নির্বাচনে ধুরি বিধানসভা কেন্দ্র থেকে ৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী হন ভগবন্ত মান। এবার ভগবন্ত মানকে সামনে রেখেই পঞ্জাবের বিধানসভা নির্বাচনে লড়াই করে আম আদমি পার্টি। বিজেপি, কংগ্রেস, অকালি দলকে হারিয়ে আম আদমি পার্টিকে জয় এনে দিয়েছেন তিনি।
পঞ্জাবে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার সময় ভগবন্ত মান যে সম্পত্তির হিসেব দাখিল করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৯৭ কোটি টাকার। পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর ২৭ লক্ষ টাকার দু’টি গাড়ি এবং ১.৪৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি আছে। নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় ভগবন্ত মান আরও জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৮.৩৪ লক্ষ টাকা। তাঁর নামে ১.১২ কোটি টাকার কৃষিজমি আছে। তাঁর নামে ৩৭ লক্ষ টাকার বাণিজ্যিক সম্পত্তিও আছে।