Prasun Banerjee: "রাজীবকে হাওড়ায় ফেরালে মেনে নেওয়া কঠিন,'' বিস্ফোরক প্রসূন
Prasun Banerjee on Rajib Banerjee: রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন আরেক দলীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)।
কলকাতা: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পর এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ((Rajib Banerjee) নিয়ে ক্ষোভ প্রকাশ প্রসূনের। তিনি বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় (Howrah) ফেরালে তা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন হবে।’’ ভোটের আগে দলত্যাগীদের ছাড়া যে টিম জেতায়, তাকেই তো সেরা টিম বলে মেনে নেওয়া উচিত। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন আরেক দলীয় সাংসদ। নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “ওদের দলটাই এমন। তৃণমূল নেতারা তো ব্যবসা করেন, তাই কেউ কাউকে জায়গা ছাড়তে চান না।’’
দলত্যাগের ৯ মাস পর ৩১ অক্টোবর তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি রাজীবের। তৃণমূলে যোগ দিয়ে রাজীব বলেন “আমি লজ্জিত, স্বীকার করছি ভুল করেছিলাম। জেদের বশে, রাগের বশে ভুল করেছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার আগে আমাকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল, বাংলার উন্নয়ন শুধু বিজেপি করতে পারে। আর যেন কেউ বিজেপির কথায় প্রভাবিত না হয়।'' এদিকে রাজীবের তৃণমূলে যোগ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, "রাজীব বন্দ্য়োপাধ্যায়কে যোগদান করিয়েছেন, আমাদের এটা মেনে নিতে হবে। আমি জানি না কেন টপ টু বটম একজন দুর্নীতিগ্রস্ত লোককে দলে যোগদান করানো হল ?" আর এবার সেই তালিকায় যোগ হল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামও।
বিধানসভা ভোটের মাসকয়েক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন তিনি। তার আগে ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ইস্তফা দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ছবিটা বদলে যায় একুশের বিধানসভা ভোটের পরেই। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল।
আরও পড়ুন: CBI-ED: সিবিআই ও ইডি অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র, মিলল রাষ্ট্রপতির সম্মতি