Priyanka Gandhi Vadra: সাত বছরে কী করেছে বিজেপি, উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কা
Priyanka Gandhi Vadra: স্বাধীনতার পর থেকে কংগ্রেস কী করেছে, তা নিয়ে প্রায়শই প্রশ্ন তুলতে দেখা যায় গেরুয়া নেতৃত্বকে। এ দিন প্রিয়ঙ্কা বিজেপি-র কাজ নিয়ে প্রশ্ন তোলেন।
![Priyanka Gandhi Vadra: সাত বছরে কী করেছে বিজেপি, উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কা Priyanka Gandhi Vadra asks what did BJP do in 7 years while campaigning in Uttar Pradesh Amethi Priyanka Gandhi Vadra: সাত বছরে কী করেছে বিজেপি, উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/438888e0a92792440466b96aa6125123_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিজেপি-র কাছে হাতছাড়া হয়েছে অমেঠী (Amethi)। সেখান থেকেই এ বার বিজেপি-কে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরার (Priyanka Gandhi Vadra)। করোনা কালে অক্সিজেন সরবরাহে ঘাটতি থেকে লখিমপুর খেরিতে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া, একের পর এক ইস্যুতে বিজেপি-কে (BJP) কার্যত তুলোধনা করলেন তিনি।
বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) আগে শনিবার অমেঠীতে সভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। দু’বছর আগে স্মৃতি ইরানির (Smriti Irani) কাছে এই আসন হাতছাড়া হয় তাঁর। এ দিন তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কাও। তিনি বলেন, “কোভিডের সময় কী করেছে বিজেপি? অক্সিজেনে ঘাটতির জন্য ওরাই দায়ী। ওদের জন্যই এত মানুষ প্রাণ হারিয়েছেন।”
স্বাধীনতার পর থেকে কংগ্রেস কী করেছে, তা নিয়ে প্রায়শই প্রশ্ন তুলতে দেখা যায় গেরুয়া নেতৃত্বকে। এ দিন প্রিয়ঙ্কা বিজেপি-র কাজ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “গত সাত বছরে কী করেছে বিজেপি? একতরফা যা কাজ হয়েছে, তা শুধু বিজেপি-র সুবিধার্থেই হয়েছে। সাধারণ মানুষ কোনও সুবিধা পাননি।”
আরও পড়ুন: গুরু গ্রন্থ সাহিব অপবিত্র করার অভিযোগ, স্বর্ণমন্দিরে যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ
উত্তরপ্রদেশে কংগ্রেসের রাশ রয়েছে প্রিয়ঙ্কার হাতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও উত্তরপ্রদেশে কংগ্রেসের ক্ষমতায় ফেরার কোনও সম্ভাবনা দেখছেন না। কিন্তু দলের তরফে জোর প্রস্তুতি শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সেখানে মহিলা প্রার্থীদের ৪০ শতাংশ সংরক্ষণের ঘোষণা আগেই করেছেন প্রিয়ঙ্কা। এ দিন প্রিয়ঙ্কা আরও জানান, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের যাবতীয় ঋণ মকুব করে দেওয়া হবে। ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের সরকার। যে যে পরিবারে কোভিড রোগী ছিলেন, তাদের সকলকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান প্রিয়ঙ্কা।শুধু তাই নয়, ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, মহিলাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)