Uddhav Thackeray: বিজেপির সঙ্গে জোট করে ২৫ বছর নষ্ট হয়েছে, বালাসাহেবের জন্মদিনে উষ্মা উদ্ধবের
Uddhav Thackeray aims BJP: বালাসাহেব ঠাকরের ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে দলীয় কর্মীদের সম্বোধন করার সময় একথা জানান মুখ্যমন্ত্রী উদ্ধব
মুম্বই: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গত্যাগের দু'বছর হয়েছে। তবে তা একদিকে ভালই হয়েছে বলে মনে করছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি রবিবার বলেন, তাঁর দল বিজেপির সঙ্গে জোটসঙ্গী হিসেবে থেকে ২৫ বছর নষ্ট হয়েছে। দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে দলীয় কর্মীদের সম্বোধন করার সময় মুখ্যমন্ত্রী ঠাকরে শিবসেনার প্রাক্তন জোটের অংশীদার, বিজেপি সম্পর্কে এই মন্তব্য করেন।
বালা সাহেব ঠাকরে -পুত্র বলেন, শিবসেনা ২৫ বছর ধরে বিজেপির সঙ্গে জোট করে তার সময় "নষ্ট" করেছে। উদ্ধবের কথায়, "আমার একমাত্র হতাশা যে এক সময় তারা আমাদের বন্ধু ছিল এটা ভাবতে। আমরা তাদের লালন-পালন করেছি এই রাজ্যে। যেমনটা আমি আগেই বলেছি, বিজেপির সঙ্গে আমাদের জোটের ২৫ বছর কার্যত নষ্টের।" যদি শিবসেনা তাঁদের হিন্দুত্বের অবস্থান ছেড়ে বেরিয়ে আসছে না।
মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, "আমরা হিন্দুত্বের জন্য ক্ষমতা চেয়েছিলাম। আমরা এখন যা দেখছি, হিন্দুত্ব যা এই লোকেরা (বিজেপি) পালন করে, তা শুধুমাত্র একটা ভান। তাদের হিন্দুত্ব ক্ষমতার জন্য। তারা শুধু হিন্দুত্বের নকল চামড়া পরেছে। মানুষ আমাদের জিজ্ঞেস করে আমরা কি হিন্দুত্ব ছেড়েছি। কিন্তু আমরা বিজেপি ছেড়েছি, হিন্দুত্ব নয়। বিজেপি মানে হিন্দুত্ব নয়"।
তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গঠনের জন্য বিজেপিকে অভিযুক্ত করেছেন। উদ্ধব ঠাকরে বলেন, “বিজেপির নীতি হল ব্যবহার এবং নিক্ষেপ নীতি। সেই দিনগুলোর কথা মনে আছে যখন নির্বাচনে বিজেপি প্রার্থীরা তাঁদের জামানত হারাতেন? সেই সময় তাদের আমাদের প্রয়োজন ছিল এবং সেই কারণেই তারা আঞ্চলিক দলগুলির সঙ্গে, আমাদের সঙ্গে আকালি দল এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। তারা সবাইকে এক সঙ্গে নিয়ে বাজপেয়ী সরকার গঠন করেন। আমরা তাদের আন্তরিকভাবে সমর্থন করেছি। কিন্তু এখন এই নব্য-হিন্দুত্ববাদীরা হিন্দুত্বকে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে।"
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এককভাবে নির্বাচন করার চ্যালেঞ্জের জবাব দেওয়ার সময়, ঠাকরে বলেছিলেন, “আমরা একা লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমার শর্ত হল সরকার হিসাবে আপনার ক্ষমতা ব্যবহার করবেন না। আমরাও আমাদের ক্ষমতা ব্যবহার করব না। দুই রাজনৈতিক দল হয়ে লড়াই করি। ইডি, আয়কর ব্যবহার করা ঠিক নয়।"