এক্সপ্লোর
Advertisement
WB Election 2021: হাওয়াই চটির দিন শেষ, মানুষ এবার জুতো পরবে, কটাক্ষ দিলীপ ঘোষের, পাল্টা সৌগত রায়ের
দিলীপ ঘোষ বলেছেন, ‘হাওয়াই চটির গল্প দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। মানুষ এখন উন্নয়ন চায়। জুতো পরতে চায়। বিজেপি সবার জন্য জুতোর ব্যবস্থা করবে। মানুষ এবার জুতো পরবে। বিজেপি ক্ষমতায় আসবে।‘
কলকাতা: ভোটমুখী বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ বাড়ানোর নতুন ইস্যু ‘হাওয়াই চটি’। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে যে হাওয়াই চটি প্রসঙ্গ টানলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, হাওয়াই চটির দিন শেষ। মানুষ এবার জুতো পরবে। যার পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন অনাড়ম্বর জীবন, এসব কোনদিনই বুঝবেন না দিলীপ ঘোষেরা।
গতকাল কুলতলির জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘যতই নাড়ো কলকাটি, নবান্নে ফের হাওয়াই চটি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আগামী বিধানসভা ভোটে জিতে বঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতার ফিরবেন বলতেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী ভ্রাতুষ্পুত্র। আর এদিন মুর্শিদাবাদের লালবাগে চা চক্রে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘হাওয়াই চটির গল্প দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। মানুষ এখন উন্নয়ন চায়। জুতো পরতে চায়। বিজেপি সবার জন্য জুতোর ব্যবস্থা করবে। মানুষ এবার জুতো পরবে। বিজেপি ক্ষমতায় আসবে।‘
তৃণমূল সাংসদ সৌগত রায় যার পাল্টা বলেন, ‘রাজনৈতিক নেতাদের সাধাসিধে জীবন এখনও দেখতে চায় মানুষ। সবাই যাতে ভালো থাকে সেটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে পালন করেন অনাড়ম্বর জীবন। এসব কোনদিনই বুঝবেন না দিলীপ ঘোষেরা।‘
গতকাল কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি শুভেন্দুর নাম করে তাঁকে ঘুষখোর বলে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। দিলীপ ঘোষের নাম করে আক্রমণ করেছিলেন গুণ্ডা বলে।
শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণেরও পাল্টা দিয়েছেন তিনি। বিজেপি-র রাজ্য সভাপতি যে প্রসঙ্গে পাল্টা আক্রমণের সুরে বলেন, ‘যখন শুভেন্দুরা তৃণমূলের ছিলেন, তখন এ সব কথা বলেননি কেন? এখন ভয় পেয়ে শুভেন্দুকে তৃণমূল নেতারা।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement