কেজরিবালকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
রবিবার সকাল ১০টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিবাল
নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিবালকে সরকারিভাবে দিল্লির মুখ্যমন্ত্রী নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সদ্যসমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৬২ আসন জেতে কেজরিবালের দল। কেজরিবালের পরামর্শে আরও ৬ আপ বিধায়ককে মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।
আপ সূত্রে খবর, রবিবার সকাল ১০টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিবাল। এর পাশাপাশি আরও যে ৬ জন মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাঁরা হলেন – মণীশ সিসোদিয়া, সত্যন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গহলৌত, ইমরান হুসেন এবং রাজেন্দ্র গৌতম।
আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যদিও, সূত্রের খবর, নিজের লোকসভা কেন্দ্র বারণসীতে পূর্ব-ঘোষিত কর্মসূচি থাকায় মোদি শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না।
কেজরিবালের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পর্কে জানাতে গিয়ে আপের জয়ী প্রার্থী অতিশি বলেন, অনুষ্ঠানটি আম-জনতার জন্য খোলা থাকবে। আমাদের কাছে দিল্লির মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির সাত লোকসভা কেন্দ্রের সাত বিজেপি সাংসদ, বিধানসভা নির্বাচনে জয়ী আটজন বিধায়ককেও আমন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি, দিল্লি পুরসভার সকল কাউন্সিলররাও আমন্ত্রণ পেয়েছেন। তবে, ভিন রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।