PM Modi Vaccine:করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী
ট্যুইটে তিনি লেখেন, করোনা-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। করোনাকে হারাতে টিকা অন্যতম একটি উপায়। আপনারা যদি টিকা নেওয়ার উপযুক্ত হন, তাড়াতাড়ি নিয়ে নিন।
![PM Modi Vaccine:করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী Prime minister narendra modi takes his second dose of covid 19 vaccine at aiims PM Modi Vaccine:করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/08/2768eff5693d16a9192bb029fae16c44_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ সকালে দিল্লির এমস-এ গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, করোনা-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। করোনাকে হারাতে টিকা অন্যতম একটি উপায়। আপনারা যদি টিকা নেওয়ার উপযুক্ত হন, তাড়াতাড়ি নিয়ে নিন। নিজের নাম নথিভুক্ত করুন।
এর আগে মোদি গত মার্চে দেশে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন।
এদিন মোদিকে ভ্যাকসিনের ডোজ দিয়েছেন নার্স নিশা শর্মা। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিকার ডোজ দিয়েছি। তিনি আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমার কাছে এটি একটি স্মরণীয় মুহূর্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং তাঁকে টিকা দিয়েছি।
উল্লেখ্য, সারা দেশে এখনও পর্যন্ত ৯ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। বিগত কয়েক সপ্তাহে ভারতে ফের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অগ্রাধিকারের ভিত্তি টিকাকরণ করা হচ্ছে। ১ এপ্রিল থেকে টিকাকরণ অভিযানের তৃতীয় পর্ব শুরু হয়েছে। এই পর্বে ৪৫ বছর বয়সের বেশি ব্যক্তিদের করোনা টিকার ডোজ দানের অনুমতি দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের উর্ধ্বগতি সংক্রান্ত আশঙ্কার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজ নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। করোনা ভাইরাসের দাপট দেশজুড়ে অব্যাহত রয়েছে। সংক্রমণের নতুন এই ঢেউ-ই সরকারের সামনে চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। দেশের প্রথমবার দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা লক্ষাধিক হয়েছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে সন্ধে সাড়ে ছয়টায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)