আগামীকাল বায়ুসেনায় রাফালের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি, উপস্থিত থাকবেন রাজনাথ, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী
আগামীকাল ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লিকে দিল্লিতে গার্ড অফ অনার দেওয়া হবে...
নয়াদিল্লি: আগামীকাল ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে রাফাল যুদ্ধবিমান। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সিডিএস বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান ভাদৌরিয়া সহ শীর্ষকর্তারা। অন্যদিকে, উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রদূত সহ বড় প্রতিনিধিদল।
আগামীকাল, অম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে এই অন্তর্ভুক্তির অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজনাথ ও ফ্লান্সের সশন্ত্র বাহিনীর মন্ত্রী ফ্লোরঁস পার্লি। এখানেই, নতুন করে বায়ুসেনার ১৭ স্কোয়াড্রন "গোল্ডেন স্কোয়াড্রন" গঠন করা হয়েছে। গত ২৭ জুলাই, ফ্রান্স থেকে প্রথম ব্যাচের পাঁচটি যুদ্ধবিমান ভারতের এসেছে।
ভারতীয় বায়ুসেনার ঐতিহাসিক দিন হতে চলেছে আগামীকাল। দীর্ঘদিন পর বায়ুসেনায় যুক্ত হয়েছে কোনও যুদ্ধবিমান। রুশ সুখোই-৩০এমকেআই-এর পর রাফাল -- ফরাসি যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিতে ভারতীয় বাহিনীর শক্তি বাড়তে চলেছে নিঃসন্দেহে।
আগামীকালের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া, প্রতিরক্ষাসচিব অজয় কুমার, ডিআরডিও চেয়ারম্যান সতীশ রেড্ডি সহ প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনীর শীর্ষ পদাধিকারীরা।
অন্যদিকে, ফরাসি প্রতিনিধিদলে থাকবেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনেঁ, ফরাসি বায়ুসেনার উপ-প্রধান এয়ার জেনারেল এরিক উতুলে সহ শীর্ষ আধিকারিকরা। এর পাশাপাশি, উপস্থিত থাকতে চলেছেন রাফাল নির্মাণকারী সংস্থা দাসোল এভিয়েশনের সিইও তথা চেয়ারম্যান এরিক ত্রাপিয়ে, ক্ষেপণান্ত্র নির্মাতা এমবিডিএ-র সিইও এরিক বেরঁজে সহ ফরাসি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত একাধিক কর্তারা।
আগামীকাল ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লিকে দিল্লিতে গার্ড অফ অনার দেওয়া হবে। অম্বালায় রাফাল বিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিকরণ হওয়ার পর মাঋ-আকাশে কসরত দেখাবে রাফাল, তেজস বিমান এবং সরং অ্যারোবেটিক টিম। প্রথা অনুযায়ী, রাফাল বিমানকে জলকামান স্যালুট দেওয়া হবে। অনুষ্ঠানের পর ফরাসি ও ভারতীয় প্রতিনিধিদলের মধ্য়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।