Rahul Gandhi : 'প্রধানমন্ত্রী যে ওঁকে রক্ষা করছেন তা পরিষ্কার', আদানি-ইস্যুতে ফের খোঁচা রাহুলের
Modi-Adani : লোকসভায় রাখা বক্তব্যে মোদি আগাগোড়া কংগ্রেসকে বিঁধলেন, কিন্তু এড়ালেন আদানির সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগের প্রসঙ্গ
নয়া দিল্লি : আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠলেও রা-কাটেনি কেন্দ্র। গতকালই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দিকে আঙুল তুলে রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেছেন, 'আগে আদানির বিমানে ঘুরে বেড়াতেন মোদি। এখন মোদির বিমানে ঘুরে বেড়ান আদানি।' যদিও সে প্রসঙ্গে আজও কোনও উচ্চবাচ্যই করলেন না মোদি। লোকসভায় রাখা বক্তব্যে আগাগোড়া কংগ্রেসকে বিঁধলেন, কিন্তু এড়ালেন আদানির সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগের প্রসঙ্গ। আর এনিয়ে ফের প্রধানমন্ত্রী-আদানির সম্পর্কের ইঙ্গিত দিলেন রাহুল।
তিনি বললেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে আমি সন্তুষ্ট নই। তদন্ত নিয়ে কোনও কথা নেই। যদি উনি (গৌতম আদানি) বন্ধু না হয়ে থাকেন, তাহলে তা তাঁর (প্রধানমন্ত্রীর) বলা উচিত। এটা পরিষ্কার যে, প্রধানমন্ত্রী তাঁকে (গৌতম আদানি) সুরক্ষা দিচ্ছেন।
গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্ট সামনে আসে! রিপোর্টে শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের মারাত্মক অভিযোগ করা হয়! যে অভিযোগের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। পড়তে থাকে আদানির শেয়ারও! সেই আবহেই মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে। মোদির উদ্দেশে পরপর ৯টি প্রশ্নবাণ ছুড়ে দেন রাহুল।
রাহুল বলেন, “আগে আদানির বিমানে ঘুরে বেড়াতেন প্রধানমন্ত্রী মোদি। এখন মোদিজির বিমানে ঘুরে বেড়ান আদানি। আগে গুজরাতেই হতো, এখন ভারত তথা গোটা বিশ্বে হয়ে চলেছে। বিগত ২০ বছরে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি-কে কত টাকা দিয়েছে আদানি?”
এরপর আজ সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কিন্তু, রাহুলের অভিযোগের কোনও জবাব তাঁকে দিতে দেখা গেল না। উপরন্তু, তিনি রাহুলকে নিশানা করে বললেন, "আগে বড় বড় দুর্নীতি থেকে মুক্তি চাইত দেশ। আজ সত্যিই দুর্নীতি থেকে মুক্তি পাচ্ছে দেশ। দেশের সর্বত্র আশার আলো, কিন্তু কিছু লোক এখনও হতাশায় ডুবে আছেন। যাঁর যেমন ভাবনা, তেমনটাই দেখেন তিনি। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা নিয়ে উৎসাহিত অনেকে। হার্ভার্ডে এমনই একটি গবেষণা হয়েছিল, যাতে কংগ্রেস উত্থান এবং পতনের কারণ ব্যাখ্যা করা হয়েছিল। কারা কারা কংগ্রেকে ডুবিয়েছে, তা নিয়ে আগামী দিনে হার্ভার্ড-সহ তাবড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হওয়া উচিত।" যা নিয়ে পাল্টা মন্তব্য করলেন রাহুলও।
আরও পড়ুন ; 'মনে রাখবেন, মোদির ওপরই ভরসা দেশবাসীর, মিথ্যে অভিযোগ করে লাভ নেই', সাফ বার্তা প্রধানমন্ত্রীর