Rahul Gandhi: কেমব্রিজে দাঁড়িয়ে কেন্দ্রকে পেগাসাস-তোপ রাহুলের
Pegasus Issue:কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় পেগাসাসের প্রসঙ্গ উল্লেখ।
নয়াদিল্লি: পেগাসাস নিয়ে ফের সরব রাহুল গাঁধী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় পেগাসাসের প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ। তিনি অভিযোগ করেন, ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর ওপর আক্রমণ চালানো হয়েছে। তাঁর ফোনে আড়ি পাততে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে। আরও অনেক রাজনীতিবিদদের ফোনেও পেগাসাস ছিল। রাহুলের দাবি, গোয়েন্দা কর্তাদের একাংশ তাঁকে ফোন করে বলেছিলেন, ফোনে যা বলছেন তা নিয়ে সতর্ক থাকুন, তাঁর ফোন রেকর্ড করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই আড়িপাতা-অভিযোগে ধুন্ধুমার দেশের রাজনীতি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক পরিসরে থাকা ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগ করেছে কংগ্রেস-সহ বাকি বিরোধীরা। সেই সূত্রেই সামনে এসেছে পেগাসাস ইস্যু। পথে নেমে প্রতিবাদ করেছেন বিরোধীরা। পাশাপাশি সংসদেও বারবার সরব হয়েছে কংগ্রেস ও বিরোধীদের একাংশ।
এই অভিযোগের উত্তাপ বাড়তে শুরু করেছিল আমেরিকার সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদন ঘিরে। ২০১৭ সালে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদি। সেখানে ক্ষেপণাস্ত্র চুক্তির পাশাপাশি ২০০ কোটি ডলারের বিনিময়ে পেগাসাস স্পাইওয়্যার চুক্তিতেও তিনি স্বাক্ষর করেছিলেন বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল। সেই প্রতিবেদন সামনে আসতেই রাহুল গাঁধী আক্রমণ শানিয়েছিলেন। ওই অভিযোগের তীব্র বিরোধিতা করা হয়েছিল বিজেপির তরফে।
রাজ্য-রাজনীতিও উত্তপ্ত:
পেগাসাস ইস্যুতে চড়েছিল রাজ্য-রাজনীতির পারদও। ২০২২-এর মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শুধু বাংলা নয়, দেশের সব রাজ্যেই পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। বাংলায় প্রস্তাব আসায় তিনি খারিজ করে দেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'ওরা সব জায়গাতেই বিক্রি করতে এসেছিল। আমাদের পুলিশের কাছেও বিক্রি করতে এসেছিল ওরা। প্রায় ৪-৫ বছর আগে। দাম বলেছিল ২৫ কোটি টাকা। আমার কাছে খবর এসে পৌঁছয়। আমি বলেছিলাম, না, আমাদের চাই না।' সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও পেগাসাসের মাধ্যমে নিশানা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। চলতি বছরেই সেই ইস্যু ফের তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিনি জুড়েছিলেন ভোট-প্রসঙ্গও। অভিষেক বলেছিলেন, 'পেগাসাস করেছে। আমার মোবাইল ট্যাপ করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বিজেপি-র উপর থেকে নিচ, কোনও নেতা রেহাই পাবেন না। সকলে ফাঁসবেন। কিন্তু মোবাইল ট্যাপ করেও যদি ভোটে জিততে না পারে, এর থেকে অপদার্থ কে আছে!'
ইজরায়েলি (Israeli Spyware Pegasus) প্রযুক্তি সংস্থা এনএসও-র তৈরি স্পাইওয়্যার হল পেগাসাস। ফোনে আড়িপাতা, ইমেল হ্যাক করার কাজে এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়।