Chief Election Commissioner: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার, সরছেন সুশীল চন্দ্র
Rajib Kumar: চলতি বছরের ১৫ মে পদে বসতে চলেছেন ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।
![Chief Election Commissioner: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার, সরছেন সুশীল চন্দ্র Rajib Kumar Appointed as next chief election commissioner of india with effect from 15 may, 2022 Chief Election Commissioner: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার, সরছেন সুশীল চন্দ্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/477f4d12e3b29379fd85e778c6eabb62_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদে নতুন ব্যক্তি। রাষ্ট্রপতি ওই পদে নিযুক্ত করেছেন রাজীব কুমারকে (Rajib Kumar)। চলতি বছরের ১৫ মে ওই পদে বসতে চলেছেন ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার (chief election commissioner of india)। এখন ওই পদে রয়েছেন সুশীল চন্দ্র। তাঁর জায়গায় আসতে চলেছেন রাজীব কুমার।
আইনমন্ত্রীর টুইট-বার্তা:
নিয়োগের বিষয়টি টুইটারে পোস্ট করেছেন ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু। টুইট বার্তায় তিনি লিখেছেন শ্রী রাজীব কুমারকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন ভারতের রাষ্ট্রপতি। রাজীব কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন আইনমন্ত্রী।
In pursuance of clause (2) of article 324 of the Constitution, the President is pleased to appoint Shri Rajiv Kumar as the Chief Election Commissioner with effect from the 15th May, 2022.
— Kiren Rijiju (@KirenRijiju) May 12, 2022
My best wishes to Shri Rajiv Kumar pic.twitter.com/QnFLRLiVPm
কবে থেকে পদে:
১৫ মে, ২০২২ থেকে ভারতের নির্বাচন কমিশনের প্রধানের পদে বসছেন তিনি।
কে এই রাজীব কুমার:
২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতের নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন রাজীব কুমার। নির্বাচন কমিশনার পদে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে পাবলিক এন্টারপ্রাইস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ১৯৮৪ সালের ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিহার-ঝাড়খন্ড ক্যাডারের অফিসার ছিলেন রাজীব কুমার।
এর আগে কোন কোন পদে:
এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন রাজীব কুমার। সেন্ট্রাল বোর্ড অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই, নাবার্ডের ডিরেক্টর পদে ছিলেন তিনি। ইকোনমিক ইনটেলিজেন্স কাউন্সিলের (Economic Intelligence Council) সদস্য ছিলেন তিনি। ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলেরও সদস্য ছিলেন রাজীব কুমার। এছাড়াও সামলেছেন আরও একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার নয়া সিইও ঘোষণা টাটার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)