![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rakesh Jhunjhunwala: 'শিল্প জগতে অনেক অবদান', রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকজ্ঞাপন মোদির
Rakesh Jhunjhunwala Death: প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
![Rakesh Jhunjhunwala: 'শিল্প জগতে অনেক অবদান', রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকজ্ঞাপন মোদির Rakesh Jhunjhunwala Death PM Narendra modi mourns in Tweet Rakesh Jhunjhunwala: 'শিল্প জগতে অনেক অবদান', রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকজ্ঞাপন মোদির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/c9964666f9abf2fb43630fcf3011a2771660454280040223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রয়াত দেশের (India) শেয়ার বাজারের (Share Market) অন্যতম বড় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। ভারতের বাজারের 'বিগ বুল' বলা হত তাঁকে। ঝুনঝুনওয়ালা হাঙ্গামা মিডিয়া ও অ্যাপটেকের চেয়ারম্যানের পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া ও জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর ডিরেক্টর ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।
প্রধানমন্ত্রী বলেন, "রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য এক ব্যক্তি। পরিপূর্ণ জীবনযাপন করতেন, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ একজন ব্যক্তি। তিনি শিল্প জগতে একটি অবদান রেখে গেছেন। ভারতের অগ্রগতি সম্পর্কেও খুব উত্সাহী ছিলেন। তার মৃত্যু শোকাহত আমি। পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।"
দালাল স্ট্রিটের ট্রেডার ছাড়াও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তিনি। দেশের অন্যতম ধনীদের মধ্যে নাম ছিল রাকেশ ঝুনঝুনওয়ালার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
আরও পড়ুন, দৌড় থামল দালাল স্ট্রিটের 'বিগ বুলের', প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা
সূত্রের খবর, ২-৩ সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছিল ঝুনঝুনওয়ালাকে। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন সকাল ৭টা নাগাদ তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ভারতীয় ধনকুবেরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি, আকাসা এয়ারের সঙ্গে বিমান শিল্পে প্রবেশ করেছিলেন ঝুনঝুনওয়ালা। ৭ অগাস্ট প্রথম উড়ান ভরেছিল এই বিমান। তিনি ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস-এর উপদেষ্টাও ছিলেন।
১৯৮৫ সালে শেয়ার বাজারে হাতেখড়ি হলেও ঝুনঝুনওয়াল স্টক মার্কেটে উত্থান ঠিক তার পরের বছর। শোনা যায়, ১০৯৬-তে টাটা টি-এর স্টকে নজর যায় তাঁর। কোম্পানির ভবিষ্য বুঝতে অসুবিধা হয়নি রাকেশের। মাত্র ৪৩ টাকার টাটা টি-র শেয়ার কিনতেই বদলে যায় সবকিছু। তিম মাসের মধ্যে সেই শেয়ার পৌঁছে যায় ১৪৩ টাকায়। তিন গুণ লাভের মুখে দেখেন ঝুনঝুনওয়ালা। পরের তিন বছরে যা তাঁকে ২০-২৫ লক্ষ টাকা আয়ের পথ দেখায়। এরপর থেকেই ঘুরে যায় ভাগ্যের চাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)