Rakesh Tikait on Farmers: আলোচনায় "রাজি নয়" কেন্দ্র, এবার সংসদ ঘেরাও কৃষকদের
এবার সংসদের বাইরে প্রতিবাদ জানাবেন কৃষকরা । মঙ্গলবার একথা জানান ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত।
নয়া দিল্লি : কেন্দ্র আলোচনায় "রাজি নয়"। তাই এবার সংসদের বাইরে প্রতিবাদ জানাবেন কৃষকরা । মঙ্গলবার একথা জানান ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত।
তিনি বলেন, কৃষকদের আন্দোলন চলতে থাকবে। আগামী ২২ জুলাই আমরা দিল্লি যাব। সংসদের বাইরে অবস্থান করব। প্রতিদিন ২০০ করে লোক যাবেন।
এক বিবৃতিতে সংযুক্ত কিষান মোর্চার তরফে বলা হয়েছে, তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, এমনকী পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, কর্ণাটকের মতো সুদূর রাজ্য থেকেও কৃষক ও নেতারা আসছেন। দিল্লির সীমানায় প্রতিবাদ জানাতে আসছেন তাঁরা।
সংযুক্ত কিষান মোর্চার তরফে আরও জানানো হয়েছে, পরিকল্পিত ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে। ১৯ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হলে প্রতিদিন ২০০ করে কৃষক প্রতিবাদে সামিল হবেন।
তার আগে সংযুক্ত কিষান মোর্চার তরফে লোকসভা ও রাজ্যসভার সব নন-এনডিএ সাংসদদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হবে। তাঁদের কাছে আবেদন জানানো হবে, তাঁরা যেন কৃষকদের দাবির কথা কক্ষে তোলেন। এটা যেন নিশ্চিত করেন যে, এই দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা হয় এবং সংসদে অন্য কোনও বিষয় ওঠার আগে যেন এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছনো যায়।
এই চিঠিগুলি আলাদা আলাদাভাবে সাংসদদের বাড়ির ঠিকানা বা অফিস পাঠানো হবে। অথবা তাঁদের ইমেল করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এর পাশাপাশি সংগঠনের তরফে যোগ করা হয়েছে যে, এটা নন-এনডিএ সাংসদদের কর্তব্য যে তাঁরা যেন সংসদের অ্যাজেন্ডার মধ্যে কৃষকদের দাবি-দাওয়াকে সবার আগে রাখেন। তাঁরা যেন এটা নিশ্চিত করেন যে, সরকার যাতে কৃষকদের দাবি-দাওয়াকে বাইপাস করতে না পারে। প্রসঙ্গত, নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা গত ২৬ নভেম্বর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নয়া দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। এর জেরে রাজধানীর সীমানা এলাকা বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়ে উঠেছে।