Owl rescued in Barasat: বারাসাত থেকে উদ্ধার বিরল প্রজাতির পেঁচা
বারাসাত নদীভাগ এলাকার কঠোর কলোনির রায় পাড়া থেকে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করে স্থানীয়রা। অনুমান করা হচ্ছে পেঁচাটি অসুস্থ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত থেকে উদ্ধার করা হল বিরল প্রজাতির পেঁচা। বারাসাত নদীভাগ এলাকার কঠোর কলোনির রায় পাড়া থেকে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করে স্থানীয়রা। অনুমান করা হচ্ছে পেঁচাটি অসুস্থ।
স্থানীয় বাসিন্দা বাবাই সিকদার নামে এক যুবক এই অসুস্থ পেঁচাটিকে সারমেয়দের হাত থেকে রক্ষা করে। তিনি জানান পাশের বাড়ির কার্নিশে বসে ছিল ওই পেঁচা। সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করা হলে উড়ে গিয়ে পাশেই রাস্তায় পড়ে যায়। তারপর কাক, কুকুর এসে ঘিরে ধরে। সেখান থেকে পেঁচাটিকে উদ্ধার করে একটি খাঁচার মধ্যে রেখে তার সুশ্রুষা করা হয়। তবে পেঁচাটি অসুস্থ বলে মনে করা হচ্ছে। জানা যায় ওই পেঁচা টি কে ইন্ডিয়ান বার্ন আউল নামে পরিচিত।
স্থানীয়রা জানিয়েছেন তাঁরাই বন দপ্তরে খবর দিয়েছেন। বনদপ্তরের লোকজন এসে অসুস্থ পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের কর্মীরা জানান পেঁচাটিকে নিয়ে প্রথমে সুস্থ করা হবে। তারপর কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয়রা জানিয়েছেন, পেঁচাটি অসহায় অবস্থায় এলাকায় করেছিল তাকে কুকুর এবং অন্যান্য পাখিরা তাড়া করছিল। বাবাই সিকদার নামে ওই ব্যক্তি তা দেখতে পেয়ে বেঁচে থেকে উদ্ধার করে নিয়ে আসেন। পাশের বাড়িতে খাঁচায় রাখা হয় তাকে। তারপরে খবর দেওয়া হয় বনদফতরে। বন দফতরের কর্মী অনিমেষ মণ্ডল জানান এই পেঁচাটি অসুস্থ অবস্থায় রয়েছে তাকে বনদফতরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে বনদপ্তর আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন রাতে কোথায় রাখা হবে। যতদূর জানা যাচ্ছে পেঁচাটি ইন্ডিয়ান বর্ন আউল।