এক্সপ্লোর
Advertisement
বাইরে বেরনোর ঝক্কি পোহাতে হবে না, বাজারে ঘুরতে হবে না, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে ঘরে বসে মোবাইল রিচার্জ করুন, অন্যকেও সাহায্য করুন
আর এবার এয়ারটেল অ্যাপোলো হাসপাতালের সঙ্গে হাত মিলিয়েছে। কোভিড-১৯ নিয়ে মানুষের মনে যে হাজারো প্রশ্ন আছে, সে ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য দিতে এগিয়ে এসেছে এয়ারটেল।
জীবন একটা চলন্ত গাড়ি যেন। কখনও তার গতি তীব্র, কখনও ধীরে। তবে কখনও সে পুরোপুরি থমকে যায় না। কারণ আমরা একে অপরের পাশে থেকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়ে দিই।
এখন তো জানেন লকডাউন চলছে। সবাই আমরা ঘরবন্দি। সময়, মূহূর্তগুলি কাটাতে হচ্ছে চার দেওয়ালের ভিতরেই। কিন্তু এই বন্দিদশাকেই যদি আনন্দ, সুখের করে তুলতে চান, তবে কী করবেন? এমন কিছু একটা বের করতে হবে, যাতে সময়টা আনন্দ, খুশিতে কেটে যায়, ঘরের সবাই তাতে সামিল হন। তবে এসময় সুরক্ষিত থাকাটাও ভীষণ জরুরি। এর রাস্তাটাও সহজ। ডিজিটাল দুনিয়ার সঙ্গে নিজেকে জুড়ুন। এজন্য চাই এমন উপায় যাতে আপনি মোবাইল, ডিটিএইচ বিনা বাধায় পেয়ে যেতে পারেন। এব্যাপারে আপনাকে সাহায্য করবে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। দারুণ এক অ্যাপ যার সাহায্যে আপনি ঘরে বসেই রিচার্জ করাতে পারবেন। বাইরে বেরতে হবে না, বাজারে ঘুরে রিচার্জের দোকান খুঁজতে হবে না। এয়ারটেল অ্যাপসে রিচার্জ হয় সহজে। ঘরে বসেই আপনার মোবাইল, ডিটিএইচ অনলাইন রিচার্জ করতে পারেন। আপনার আশপাশেও তো এমন অনেকে আছেন, যাঁদের স্মার্টফোন নেই বা যাঁরা ততটা প্রযুক্তি ব্যবহারে সড়গড় নন, অনলাইনে রিচার্জ হয় কীভাবে, জানেন না, তাঁদেরও এই বিপদের সময় একটু রিচার্জ করিয়ে দিয়ে সাহায্য করতে পারেন। এ সমাজে আমরা তো সবাই সবার জন্য, তাই না? আপনি ভাল থাকলেন, ওঁরাও ভাল থাকল।
আর এবার এয়ারটেল অ্যাপোলো হাসপাতালের সঙ্গে হাত মিলিয়েছে। কোভিড-১৯ নিয়ে মানুষের মনে যে হাজারো প্রশ্ন আছে, সে ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য দিতে এগিয়ে এসেছে এয়ারটেল। প্রতিটি লোক যাতে সঠিক তথ্য, জ্ঞান লাভ করতে পারেন, সেজন্য অ্যাপোলোর সঙ্গে হাত মিলিয়েছে এয়ারটেল। মানুষ যাতে সহজে গোটা বিষয়টা বুঝতে পারে, সেজন্য এই উদ্যোগ। এখানে লাইভ ব্যাপারটা দেখা যাবে
https://airtel.apollo247.com/ গ্রাহকরা এটা পেতে পারেন #AirtelThanks অ্যাপের মাধ্যমে।
এটা হল করোনাভাইরাস রিস্ক স্ক্যান। এটা কৃত্রিম মেধা (artificial intelligence) নির্ভর একটা বট। যে কেউ চাইলে এখানে গিয়ে জেনেবুঝে নিতে পারেন, তিনি কতটা বিপদ, ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছেন। এজন্য আটটা সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। কোভিড ১৯ সংক্রমণের বিপদ আছে কিনা, থাকলে
কতটা, আদৌ সংক্রমণ হয়ে গিয়েছে কিনা, এ নিয়ে সন্দেহ, বিভ্রান্তি থাকলে তা
নিমেষে দূর করে নিতে পারেন এই বটের সাহায্যে।
তাই আর সংশয়, ভয়ে সিঁটিয়ে থাকার দরকারই নেই। আসুন, এয়ারটেল, অ্যাপোলোর সঙ্গে এগিয়ে চলুন। ভাল থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।
এয়ারটেল অ্যাপস কী ভাবে পাবেন, কী করে এই অনলাইন রিচার্জ করবেন, জেনে নিন।
অনলাইন রিচার্জের জন্য আপনার স্মার্টফোনের প্লে স্টোরে যান।
প্লে স্টোরে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ সার্চ করুন।
ডাউনলোড করুন।
এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে লগ ইন করুন।
লগ ইন করার পর রিচার্জ করার অপশন আসবে।
-রিচার্জে আপনার মোবাইল নম্বর দিন, যত টাকার রিচার্জ করাতে চান, সেই অঙ্কটা লিখুন।
-আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দিন
পেমেন্টের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে।
- ওটিপি দিলেই আপনার রিচার্জ সফল হবে। আপনি বিনা ঝঞ্ঝাটে এয়ারটেল পরিষেবা পেতে থাকবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement