Red Fort Blast: দিল্লি-মুম্বই-কলকাতায় হাই অ্যালার্ট, 'জীবনে এত জোরে আওয়াজ শুনিনি, মনে হচ্ছিল পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে', বলছেন প্রত্যক্ষদর্শী
Delhi News: কিছু ঘণ্টা আগেই পুলিশ নিষিদ্ধ সংগঠনের জঙ্গি মডিউলের হদিশ পেয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও রাসায়নিক।

দিল্লি : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে জোরাল বিস্ফোরণের পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকা। বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু এবং আরও অনেক আহত হয়েছেন বলে খবর সামনে আসছে। বিস্ফোরণের সময়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক দোকানদারের ভাষায়, "যখন বিস্ফোরণ হয়, তখন আমি দোকানে ছিলাম। পিছনেই আমার দোকান। আমি চেয়ারে বসেছিলাম। এত জোরে বিস্ফোরণ হল যে...জীবনে এরকম আওয়াজ শুনিনি। বিস্ফোরণের তীব্রতায় আমি তিনবার পড়ে যাই। উঠি, আবার পড়ি, উঠি...আবার পড়ি। মনে হচ্ছিল, পৃথিবী দু'টুকরো হয়ে যাবে। এত তীব্র আওয়াজ হয়। আমি দোকান ছেড়ে পালাই। আমার সঙ্গে অনেক পরিবার দৌড়াতে শুরু করে। সেই সময় মনে হচ্ছিল, আবার একবার বিস্ফোরণ হলে মরে যাব।" এরকম একটা পরিস্থিতিতে পরপর বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। শুধু দিল্লিই নয়, মুম্বই পুলিশকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। প্রত্যেক থানাকে টহলদারি বাড়াতে বলা হচ্ছে। নাকাবন্দি চলবে। এর পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখলেই চেক করতে বলা হয়েছে। যদিও এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে, সন্দেহ আরও মাথাচাড়া দেওয়ার কারণ, কিছু ঘণ্টা আগেই পুলিশ নিষিদ্ধ সংগঠনের জঙ্গি মডিউলের হদিশ পেয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও রাসায়নিক।
#WATCH | Delhi: "I never heard such a loud explosion ever in my life. I fell three times due to the explosion. It felt as if we were all going to die..." said a local shopkeeper to ANI https://t.co/mNFJMPex0i pic.twitter.com/KQcbOYYNu6
— ANI (@ANI) November 10, 2025
পুলিশ সূত্রও বলছে, জোরাল বিস্ফোরণ হয়েছে। আশপাশের রাস্তার আলোকবাতি নড়েচড়ে যায়। ঘটনাস্থলের কাছে পার্ক করে রাখা গাড়িগুলি টুকরো টুকরো হয়ে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। যার মধ্যে রয়েছেন সিনিয়র আধিকারিকরা ও ডিসিপি।
এতটাই তীব্র বিস্ফোরণ হয়ে যে ঘটনার পর একাধিক মৃতদেহ নিয়ে যাওয়া হয় এলএনজেপি হাসপাতালে। আহত আরও অনেকের চিকিৎসা চলছে। Delhi Red Fort Explosion






















