![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Modi in Russia: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অস্ত্র ভারতীয়রা? টোপ দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, মোদির আবেদনে সাড়া পুতিনের
Modi-Putin Meet: রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কমপক্ষে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
![Modi in Russia: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অস্ত্র ভারতীয়রা? টোপ দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, মোদির আবেদনে সাড়া পুতিনের Russia agrees to releases Indians from army Narendra Modi Vladimir Putin meet Modi in Russia: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অস্ত্র ভারতীয়রা? টোপ দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, মোদির আবেদনে সাড়া পুতিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/79fe212201fba3fec94a50773af2374e1720501368760338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারত থেকে দলে দলে লোকজন রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন বলে খবর মিলেছিল আগেই। মোটা টাকার প্রলোভন দেখিয়ে, দালাল মারফত ভারতীয়দের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেই নিয়ে আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনা শেষে রুশ সেনায় কর্মরত ভারতীয়দের মস্কো ছেড়ে দিতে সম্মত হয়েছে। (Modi in Russia)
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কমপক্ষে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকায় এখনও অনেকে আটকে রয়েছেন বলে খবর। অভিযোগ, মোটা টাকার প্রলোভন দেখিয়ে কাউকে কাউকে নিয়ে যাওয়া হয়েছিল। যুদ্ধের কথা না জানিয়ে, শুধুমাত্র মোটা রোজগার, উচ্চশিক্ষা এমনকি নাগরিকত্বের টোপ দিয়ে নিয়ে গিয়েও অনেককে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। (Modi-Putin Meet)
চলতি বছরের গোড়ার দিকে একটি ভিডিও সামনে আসে, যেখাবে পঞ্জাব এবং হরিয়ানার কিছু যুবককে রুশ সেনার ইউনিফর্ম পরে থাকতে দেখা যায়। তাঁরা জানান, ভুল বুঝিয়ে তাঁদের নিয়ে গিয়ে যুদ্ধ করানো হচ্ছে। তাঁদের দেশে ফেরাতে সরকার দ্রুত পদক্ষেপ করুক বলেও আবেদন জানান। ভুল বুঝিয়ে যাঁরা তাঁদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তাঁদের কড়া শাস্তি হোক বলেও দাবি জানানো হয়।
সেই নিয়ে দিল্লির তরফে কূটনৈতিক প্রতিনিধি মারফত আলোচনার চেষ্টা চালানো হয়। কিন্তু রাশইয়ার তরফ থেকে তেমন কোনও সাড়া মেলেনি। দু'দিনের রাশিয়া সফরে গিয়ে পুতিনের কাছে বিষয়টি উত্থাপন করেন মোদি। দু'পক্ষের মধ্যে সেই নিয়ে আলোচনা হয়। দিল্লি সূত্রে খবর, মোদি-পুতিনের আলোচনার পর রুশ সেনায় কর্মরত ভারতীয়দের ছেড়ে দিতে সম্মত হয়েছে রাশিয়া।
বিদেশমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১০ ভারতীয়ক ইতিমধ্যেই দেশে ফেরত আনা গেলেও, এই মুহূর্তে রুশ সেনার হয়ে যুদ্ধ করছেন আরও ৩০-৪০ জন ভারতীয়। দেশে ফেরার জন্য মরিয়া হলেও, তাঁদের ছাড়া হচ্ছে না বলে অভিযোগ ছিল। তাই মোদির সফরের আগে কংগ্রেসের তরফেও বিষয়টি নিয়ে চাপ দেওয়া হয়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্নও তোলেন।
জয়রাম জানান, যুদ্ধে অন্তত দুই ভারতীয়ের মৃত্য়ুর খবরে সিলমোহর পড়েছে। ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে আরও অনেককে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়েছে। দেশের দারিদ্র, বেকারত্ব থেকে মুক্তির লোভ দেখিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়। দেশের যুবসমাজের প্রতি মোদির কি কোনও দায়বদ্ধতা নেই, তাঁদের নিরাপদে দেশে ফেরাতে তিনি কি কোনও পদক্ষেপ করবেন, প্রশ্ন তোলেন জয়রাম। এর পরই পুতিনের কাছে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কথা বলেন মোদি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)