Azerbaijan Plane Crashed : রাশিয়ার আকাশপথে আজেরবাইজান বিমান দুর্ঘটনা, ক্ষমা চাইলেন পুতিন, কেন ?
Vladimir Putin : গত বুধবারই সেই J2-8243 বিমানটি কাজাখাস্তানের আকটাও শহরের কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়। কোনও ক্রমে প্রাণে বাঁচেন ২৯ জন।
মস্কো : আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে ক্ষমা চেয়ে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আকাশপথে আজেরবাইজান এয়ারলাইন্সের মর্মান্তিক দুর্ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা পুতিনের। বুধবার ভেঙে পড়ে আজেরবাইজান এয়ারলাইন্সের বিমান। ইউক্রেনের ড্রোন একাধিক শহরে হামলা চালাচ্ছে, এই খবরের পর রাশিয়ার দক্ষিণ প্রান্ত থেকে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। গত বুধবারই সেই J2-8243 বিমানটি কাজাখাস্তানের আকটাও শহরের কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়। কোনও ক্রমে প্রাণে বাঁচেন ২৯ জন।
এই ঘটনার পর এক বিবৃতিতে ক্রেমলিনের তরফে বলা হয়েছে, "রাশিয়ার আকাশপথে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তার জন্য (প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিন ক্ষমাপ্রার্থী। আরও একবার নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন তিনি এবং আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন।" ক্রেমলিনের তরফে আরও বলা হয়েছে, "কথোপকথনে উঠে এসেছে যে নির্ধারিত সময় মেনে যাচ্ছিল আজেরবাইজানি যাত্রীবাহী বিামন। গ্রোনজি বিমানবন্দরে বারবার অবতরণের চেষ্টা করছিল। সেই সময়, গ্রোনজি, মজডক ও ভ্লাদিকাভকাজে হামলা চালায় ইউক্রেনের মনুষ্যবিহীন আকাশযান এবং তার জবাব দিচ্ছিল রাশিয়ার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা।"
যাত্রীসমেত বিমান ভেঙে পড়ে, নাকি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটিকে নামানো হয়, গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। সেই আবহেই মুখ খুলেছে আজেরবাইজান এয়ারলাইন্স। কাজাখস্তানে ভেঙে পড়ায় 'বহিরাগত হস্তক্ষেপ' রয়েছে বলে এর আগে দাবি করে তারা। আজেরবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, বাইরে থেকে বাস্তবিক এবং প্রযুক্তিগত হস্তক্ষেপের দরুণই বিমানটি ভেঙে পড়ে। (Kazakhstan Plane Crash)
বড়দিনের সকালে বাকু থেকে রাশিয়ার গ্রোজনি অভিমুখী যাত্রীবাহী আজেরবাইজান এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়ে কাজাখস্তানে। বিমানে সওয়ার ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জন মারা যান ওই দুর্ঘটনায়। প্রতিকূল আবহাওয়া এবং যান্ত্রিক গোলযোগের জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রথমে তত্ত্ব উঠে আসছিল। হামলার তত্ত্বও উঠে আসছিল পাশাপাশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে পড়ে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে অভিযোগ ওঠে। (Plane Crash News)
ভাগ্যক্রমে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফের এক যাত্রীও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, মাঝ আকাশে হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ হয়। মনে হয়েছিল মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে যাবে বিমানটি। বিমানটি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা নিশ্চিত ভাবে বোঝা যায়। নেশাগ্রস্তের মতো আচরণ করছিল বিমানটি। আগের মতো পরিস্থিতি আর ছিল না।