Russia Ukraine War: ইউক্রেনে রুশ ধ্বংসলীলা, একের পর পর ঐতিহাসিক বিল্ডিং ধূলিস্মাৎ
Ukraine Russia Conflict: এদিকে, শেষপর্যন্ত আলোচনার টেবিলে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। বেলারুশের সীমান্তে হবে ওই বৈঠক

নয়া দিল্লি: সময় যত গড়াচ্ছে ততই জটিলতা বাড়ছে ইউক্রেন পরিস্থিতি নিয়ে। ইউক্রেনের পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের পরমাণু অস্ত্র-বাহিনীকে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলেছেন। এর মধ্যেই ইউক্রেনের কিভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। এই অবস্থায় রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আপত্কালীন বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। আপত্কালীন বৈঠকে ৪০ বছর পর ফের বসছে
এদিকে, শেষপর্যন্ত আলোচনার টেবিলে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। বেলারুশের সীমান্তে হবে ওই বৈঠক। তবে ঝুঁকি থাকায় কিভ-এর প্রতিনিধিদল সরাসরি ইউক্রেন থেকে বেলারুশ সীমান্তে যাবে না। পোল্যান্ড হয়ে ইউক্রেনের প্রতিনিধিদল বেলারুশের গোমেল এলাকায় যাবে। সেখানেই হবে দু’পক্ষের বৈঠক। ইতিমধ্যেই ইউক্রেনের প্রতিনিধিদল বেলারুশের দিকে রওনা দিয়েছে।
এখনও পর্যন্ত রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে। ইউক্রেনের জাইটোমিরে বিস্ফোরণে একটি পুরনো ঐতিহাসিক ভবন নষ্ট হয়েছে। যেখানে একটি সিনেমা হল ছিল, তা রুশ হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরই মধ্যে আমেরিকার মহাকাশ সংস্থা ম্যাক্সার টেকনোলজিস বেশ কিছু ছবি শেয়ার করেছে যেখানে দেখা গিয়েছে প্রায় ৩.২৫ মাইল লম্বা এলাকায় সেনারা ধীরে ধীরে কিভের দিকেও রওনা হয়েছেন। সেই স্যাটেলাইটের ছবিতে দেখা যায় ইউক্রেনীয় শহর ইভানকিভের উত্তর-পূর্ব থেকে কিভের দিকে যাত্রা করেছে রুশ বাহিনী। ইভানকিভের কাছে শেভচেঙ্কা রোডে সামরিক যান দেখা গিয়েছে।
কিভের মেয়র ভিটালি ক্লিটসকো সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছিলেন যে রাজধানী শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। তিনি বলেন, “আমরা তা করতে পারি না, কারণ সমস্ত পথ অবরুদ্ধ, সমস্ত পথ অবরুদ্ধ এবং এই মুহূর্তে আমরা ঘেরাও হয়ে আছি।






















