Russia Ukraine War: চলন্ত গাড়ি পিষে দিল রাশিয়ার মিলিটারি ট্যাঙ্ক, তারপর যা হল..
Russia Ukraine Conflict : প্রকাশ্য রাস্তায় চলন্ত গাড়ি পিষে দিল রাশিয়ার মিলিটারি ট্যাঙ্ক। ইউক্রেনের রাজধানী কিভের কাছে ঘটেছে এই ঘটনা।
Russia Ukraine Conflict : প্রকাশ্য রাস্তায় রাশিয়ার মিলিটারি ট্যাঙ্ক পিষে দিল চলন্ত গাড়ি । ইউক্রেনের রাজধানী কিভের কাছে ঘটেছে এই ঘটনা। যুদ্ধের ট্যাঙ্কের ওজনের জেরে একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছে আক্রান্ত গাড়িটি।
সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, রাস্তা পার করারা সময় অন্য একটি গাড়িকে পিষে দিয়ে চলে যাচ্ছে পুতিন বাহিনীর ট্যাঙ্ক। যদিও গাড়ি পিষে গেলেও বরাত জোরে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। পরে অবশ্য পিষে যাওয়া গাড়ি থেকে বয়স্ক ওই ব্যক্তিকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্যাঙ্কটি দ্রুত বিপরীত দিকে ড্রাইভ করা সেডানের কাছে আসার সাথে সাথেই ওই গাড়ির দিকে চলে যায়। সেই সময় ড্রাইভার কিছু করার আগেই সেডানটিকে পিষে দেয় রাশিয়ার মিলিটারি ট্যাঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। তারপরই দ্রুত বেগে রাস্তা ক্রস করতে যায় রাশিয়ার ওই মিলিটারি ট্যাঙ্ক। যাতে যাবতীয় বিপত্তি ঘটে।অলৌকিকভাবে গাড়ির চালক মর্মান্তিক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণ মাত্রায় আগ্রাসনের নির্দেশ দেওয়ার পরই ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়ে রুশ সেনা। এরপরই এই ঘটনা ঘটেছে।
ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) প্রাণভয়ে সাবওয়েতে, মেট্রো স্টেশনে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। ইউক্রেনে আটকে পড়েছে বহু মানুষ, বহু পড়ুয়া। ভারতীয়দের সীমান্তের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, ইউক্রেন অস্ত্র সংবরণ করলে আলোচনায় রাজি রাশিয়া। ইউক্রেন (Ukraine) দখল কার্যত সময়ের অপেক্ষা বলে মন্কিতব্য়েয করেচে রাসিযার সংবাদমাধ্যম।এদিন কিভে ঢুকেছে রাশিয়ার মিলিটারি ট্যাঙ্ক। এই পরিস্থিতিতে আলোচনার জন্য ইউক্রেনও তৈরি বলে দাবি করেছে রুশ সংবাদসংস্থা। অন্যদিকে রাশিয়ার তরফে সাফ জানানো হয়েছে, আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। এই আবহে আলোচনার জন্য পুতিনের কাছে ইউক্রেন বার্তা পাঠিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।