এক্সপ্লোর
Advertisement
৬ মাসেও মিলবে না নিষ্কৃতি, বন্দি ওমর আবদুল্লার দ্রুত মুক্তি চেয়ে এবার সুপ্রিম কোর্টে বোন সারা
কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ওমরের বোন সারা আবদুল্লা পাইলট। দাদার দ্রুত মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সারা। তাঁর হয়ে মামলা লড়ছেন কপিল সিব্বল।
নয়াদিল্লি: ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই ওমর আবদুল্লা সহ কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতাকে বন্দি করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ মাস কেটে গেলেও এখনও তাঁদের নিষ্কৃতি মেলেনি। উপরন্তু জন সুরক্ষা আইন আরোপ করে বন্দি রাখার মেয়াদ বাড়িয়েছে সরকার। জনসুরক্ষা আইনে কোনও ব্যক্তিকে আদালতে পেশ না করেই ৬ মাস পর্যন্ত আটকে রাখা যায়।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ওমরের বোন সারা আবদুল্লা পাইলট। দাদার দ্রুত মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সারা। তাঁর হয়ে মামলা লড়ছেন কপিল সিব্বল। বিচারক রামানার বেঞ্চে আবদুল্লার মামলাটির দ্রুত শুনানির আর্জি রাখেন সিব্বল।
সারা তাঁর পিটিশনে বলেছেন, গণতান্ত্রিক দেশে কেন্দ্রীয় সরকারের কোনও নীতির বিষয়ে দ্বিমতপোষণ করার অধিকার যে কোনও নাগরিকের আছে ( বিশেষত বিরোধী দলের সদস্যের তো আছেই)। ওমরের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, তাঁর কোনও প্রমাণ নেই। কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা অন্য কোনও প্রামাণ্য নথিও নেই।
কাশ্মীর থেকে গতবছর ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয় । তারপর থেকেই আটক করে রাখা হয়েছে ওমর আবদুল্লাকে। সারা আদালতে জানান, ওমরকে বন্দি করার আগে পর্যন্ত যা যা ট্যুইট তিনি করেন, কিংবা যেখানে-যেখানে বক্তৃতা দেন, সব জায়গাতেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি ।
জম্মু কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার ব্যাখ্যায় কেন্দ্রীয় সরকার বলেছে, উপত্যকার একাধিক জায়গায় ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির প্রভাব রয়েছে। তাঁরা এখনই বাইরে বেরোলে ফের কেন্দ্র বিরোধিতায় উস্কানি ছড়াতে পারেন স্থানীয়দের মধ্যে। তাতে উপত্যকার আইনশৃঙ্খলার অবনতির ঘটতে পারে বলে দাবি সরকারের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement