এক্সপ্লোর
Advertisement
আমি সব সময় তোমাকে ভালবাসব, শেষ ইনস্টাগ্রাম পোস্টে সরোজ বলেছিলেন সুশান্তকে
ছিছোরে-র নায়কের একটি সাদা কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, আমি কখনও তোমার সঙ্গে কাজ করিনি কিন্তু বহুবার আমাদের দেখা হয়েছে। তোমার কী সমস্যা হয়েছিল?
মুম্বই: হিন্দি ছবিকে কিছু কালজয়ী নাচের মুদ্রা উপহার দেওয়া সরোজ খান চলে গেলেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
শেষ ইনস্টাগ্রাম পোস্ট সরোজ করেন ১৪ জুন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর। ছিছোরে-র নায়কের একটি সাদা কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, আমি কখনও তোমার সঙ্গে কাজ করিনি কিন্তু বহুবার আমাদের দেখা হয়েছে। তোমার কী সমস্যা হয়েছিল? তুমি এত ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিলে, আমি হতবাক। তুমি বড় কারও সঙ্গে আলোচনা করতে পারতে, হয়তো উপকার হত, তোমার দিকে তাকিয়ে আমরা খুশি থাকতাম। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, জানি না, তোমার বাবা আর বোনেরা কী অবস্থায় রয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা- এইসঙ্কট তাঁরা কাটিয়ে উঠুন। তোমার সব ছবিতে তোমায় আমি ভালবেসেছি, বরাবর ভালবাসব। শান্তিতে থেক।
সরোজের শেষ কোরিওগ্রাফ করা ছবি কলঙ্ক, মুক্তি পায় গত বছর। মাধুরী দীক্ষিতের তবাহ হো গ্যয়ে গানের সঙ্গে নাচের কোরিওগ্রাফি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement