India-Pakistan Conflict: ঝকঝকে তকতকে জায়গা এখন ধ্বংসস্তূপ, ভারতের আঘাতে গুঁড়িয়ে গেল পাক-বায়ুসেনা ঘাঁটি, দেখাল স্যাটেলাইট ছবি
India Strikes Pakistan: চিনের স্যাটেলাইট ইমেজ সংস্থা MIZAVISION যে ছবি সামনে এনেছে, তাতে পাকিস্তানের 'নূর খান' বায়ুসেনাঘাঁটির ধ্বংসাবশেষ চোখে পড়েছে।

নয়াদিল্লি: ভারত তাদের সামরিক ঘাঁটিতে কোনও আঘাত হানতে পারেনি বলে এখনও দাবি করে আসছে পাকিস্তান। কিন্তু এবার চিনের কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতেই ক্ষয়ক্ষতি ধরা পড়ল। ফলে চাইলে পাকিস্তানকে দুরমুশ করে দেওয়া ভারতের পক্ষে যে অসম্ভব ছিল না, আবারও জলের মতো স্পষ্ট হয়ে গেল। এমনিতে চিন পাকিস্তানের বন্ধু দেশ। তাই তাদের সংস্থা যে ছবি তুলে ধরছে, তা পাকিস্তান অস্বীকার করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। (India-Pakistan Conflict)
চিনের স্যাটেলাইট ইমেজ সংস্থা MIZAVISION যে ছবি সামনে এনেছে, তাতে পাকিস্তানের 'নূর খান' বায়ুসেনাঘাঁটির ধ্বংসাবশেষ চোখে পড়েছে। 'নূর খান' বায়ুসেনাঘাঁটিটি পাকিস্তানের বায়ুসেনার জন্য কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা গিয়েছে, ওই বায়ুসেনাঘাঁটিটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। সামরিক সরঞ্জামের দু'টি ট্রাক পুড়ে গিয়েছে। আর একটি ট্রাকও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেখানে। (India Strikes Pakistan)
পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে 'নূর খান' বায়ুসেনাঘাঁটিটি রয়েছে। পাকিস্তান সেনার সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত। স্য়াটেলাইটের তোলা ছবিটি সামনে আসতে মোক্ষম জবাব পেল পাকিস্তান। কারণ বড় বড় দাবি করলেও, বাস্তবে যে তাদের আকাশ নিরাপত্তায় বড় ধরনের ফাঁক রয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও যে রক্ষা করার ক্ষমতা নেই তাদের, তা প্রমাণ করে দিল ছবিটি।
পাকিস্তানে সামরিক অভিযান Operation sindoor চালাতে গিয়ে একাধিক বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ভারত। এত বিরাট ক্ষয়ক্ষতি হয় যে, পাল্টা আঘাত হানার ক্ষমতাই হারায় পাকিস্তান। পাশাপাশি, Operation Sindoor-এর মাধ্যমে পাকিস্তানের মনোবলও ভেঙে দেওয়া গিয়েছে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।
ভারতের KAWASPACE সংস্থা যে স্য়াটেলাইট ইমেজ প্রকাশ করেছে, তাতে পাকিস্তানের জাকোবাবাদ বিমানঘাঁটির ধ্বংসপ্রাপ্ত রূপ দেখা গিয়েছে। বিমানঘাঁটির হ্যাঙ্গার, অর্থাৎ যেখানে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ করা হয়, সেটি একেবারে গুঁড়িয়ে গিয়েছে বলে দেখা গিয়েছে ছবিতে। ATC বিল্ডিংটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের 'ভোলারি' বিমানঘাঁটিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার হ্যাঙ্গারের পাশাপাশি, কাঠামোও ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে এমন একাধিক ছবি উঠে এসেছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত যেভাবে আঘাত হেনেছে, তার ধাক্কা সামলাতে সময় লাগবে পাকিস্তানের। শুধুমাত্র লড়াই করার ক্ষমতা হারায়নি তারা, ভবিষ্যতে আগ্রাসন দেখানোর আগেও দু'বার ভাবতে হবে। ভারত ইতিমধ্যেই জানিয়েছে, ফের আগ্রাসন দেখাতে এলে, মুখের মতো জবাব দেওয়া হবে তাদের।






















